Education: উচ্চ মাধ্যমিকের পরে প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিলেই মিলবে টেটে বসার সুযোগ

Last Updated:

Education: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগেই প্রকাশিত হয়েছে। ভাবছেন কোথায় পড়বেন? কি পড়বেন ভাবছেন কি এখনও। ইচ্ছা আছে আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার। তাহলে প্রশিক্ষণ নিতেই পারেন ডিএলএডের। এই কোর্স করলেই বসতে পারবেন প্রাথমিকের টেট পরীক্ষাতে।

কান্দি পিটিআই ট্রেনিং কলেজ
কান্দি পিটিআই ট্রেনিং কলেজ
মুর্শিদাবাদ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগেই প্রকাশিত হয়েছে। ভাবছেন কোথায় পড়বেন? কি পড়বেন ভাবছেন কি এখনও। ইচ্ছা আছে আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার। তাহলে প্রশিক্ষণ নিতেই পারেন ডিএলএডের। এই কোর্স করলেই বসতে পারবেন প্রাথমিকের টেট পরীক্ষাতে। এমনকি এর সঙ্গে স্নাতক হলে উচ্চ প্রাথমিকের টেট ও দেওয়া যাবে।
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষাকতার চাকরি পেতে হলে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের (ডিএলএড) ডিগ্রি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত রাজ্যের বিভিন্ন কলেজ আছে। উচ্চ মাধ্যমিক পড়েই নূন্যতম ৫০শতাংশ নম্বর থাকলেই পড়তে পারবেন এই কোর্স। দু’বছরের কোর্স করলেই টেট প্রাথমিকের বসার অগ্রাধিকার পাবে।
advertisement
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অনলাইনে প্রথমে ফর্ম পূরণ করা যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত ও এনসিটিই অনুমোদিত ডিএলএডের ডিগ্রি পেতে সময় লাগবে দু’বছর। উচ্চ মাধ্যমিক পাশে এই কোর্সে করা যাবে আবেদন। রাজ্যের স্থায়ী বাসিন্দারাই একমাত্র এতে আবেদন করতে পারবেন। মুর্শিদাবাদ জেলার কান্দির অন্যতম প্রাচীন কলেজ হল কান্দি পিটিটিআই কলেজ।বর্তমানে এই কলেজে ২০২৪-২০২৬ শিক্ষা বর্ষে মোট ১০০ টি আসন সংখ্যা রয়েছে। দু’বছরে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষে বাৎসরিক পরীক্ষা নেওয়া হয়। এছাড়াও থাকে ইন্টারনাল পরীক্ষা।
advertisement
advertisement
সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিকে প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। তফশিলি জাতি-উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, বিশেষভাবে সক্ষম ও প্রাক্তন সেনাকর্মীরা অবশ্য ৪৫ শতাংশ নম্বর পেলেই এতে আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চ মাধ্যমিকে যাঁদের ভোকেশনাল বিষয় ছিল, তাঁরাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে দ্বাদশে থাকতে হবে ইংরেজি-সহ দু’টি ভাষা।
advertisement
এই ধরনের প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ মার্কস একই রাখা হয়েছে। তবে তাঁদের জন্য ডিএলএডে ৪ শতাংশ আসন থাকছে সংরক্ষিত। চাকরিমুখী এই কোর্সে অনলাইনে আবেদন করা যাবে। সময় সীমা সীমিত বলেই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। এর জন্য ইচ্ছুক প্রার্থীদের www.wbbpe.org,https://wbbprimaryeducation.orgতে লগ ইন করতে হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/শিক্ষা/
Education: উচ্চ মাধ্যমিকের পরে প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিলেই মিলবে টেটে বসার সুযোগ
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement