অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৬০ হাজার! কর্মসংস্থানের বড় সুযোগ, বিরাট আয়োজন 'এই' জেলার, জানুন

Last Updated:

জেলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে আগামী ১ সেপ্টেম্বর, সোমবার একটি বিশেষ কর্মমেলার আয়োজন করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র।

চাকরির সুযোগ দিচ্ছে জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ
চাকরির সুযোগ দিচ্ছে জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ
এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: জেলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে আগামী ১ সেপ্টেম্বর, সোমবার একটি বিশেষ কর্মমেলার আয়োজন করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের এগরা অফিসে এই কর্মমেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। কর্মমেলার মূল লক্ষ্য হল জেলার যোগ্য প্রার্থীদের একটি সুনির্দিষ্ট কর্মজীবনের পথে এগিয়ে দেওয়া এবং আর্থিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করা। এই কর্মমেলায় নিয়োগকারী সংস্থা হিসেবে অংশ নিচ্ছে ভারতের একটি শীর্ষস্থানীয় জীবন বিমা কোম্পানি।
জানা গিয়েছে, এখানে মূলত দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এবং ডেভেলপমেন্ট ম্যানেজার। উভয় পদে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই যেকোনও বিষয়ে স্নাতক পাশ হতে হবে। ছেলে ও মেয়ে উভয়েই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২২ বছর। অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, নির্বাচিত প্রার্থীদের সর্বনিম্ন বেতন হবে ২০,০০০ টাকা, আর সাক্ষাৎকারের ভিত্তিতে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের কর্মজীবনের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি হবে।
advertisement
advertisement
তবে পূর্ব মেদিনীপুরের এই কর্মমেলায় অংশ নিতে গেলে কিছু শর্ত মানতে হবে। প্রার্থীদের অবশ্যই আগে থেকেই পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করে আসতে হবে। সাক্ষাৎকারের দিন প্রার্থীদের সঙ্গে নিয়ে আসতে হবে পূর্ণাঙ্গ জীবনপঞ্জি (বায়োডাটা), সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথি, আধার কার্ড, প্যান কার্ড এবং দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কর্মমেলায় নিয়োগ সম্পূর্ণরূপে সাক্ষাৎকারের ভিত্তিতেই করা হবে। প্রার্থীদের সকাল ১০টার মধ্যে এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসে উপস্থিত হতে হবে। জেলা কর্মসংস্থান বিনিময় দফতরের অফিসার-ইন-চার্জ মোঃ হাসিম জানিয়েছেন, জেলার বেকার যুবক-যুবতীদের কর্মজীবনের পথে এগিয়ে দিতে এবং তাদের জন্য স্থায়ী আয়ের সুযোগ তৈরি করতেই এই ধরনের নিয়মিত জব ড্রাইভ বা কর্মমেলার আয়োজন করা হয়।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৬০ হাজার! কর্মসংস্থানের বড় সুযোগ, বিরাট আয়োজন 'এই' জেলার, জানুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement