Deloitte Analyst Recruitment 2021: আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ, কীভাবে এবং কোথায় আবেদন করবেন!

Last Updated:

Deloitte Analyst Recruitment 2021: টরন্টোর পজিশনের জন্য আগামী ১৭ জানুয়ারি, এবং মন্ট্রিল পজিশনের জন্য ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

#নয়াদিল্লি: সম্প্রতি Deloitte-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আগামী বছরে নবাগত তরুণ-তরুণীদের জন্য ইন্টার্নশিপে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা Deloitte-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Deloitte Analyst Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইন্টার্নশিপের স্থান কানাডার টরন্টো এবং মন্ট্রিল। উল্লিখিত পদের জন্য বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। টরন্টোর পজিশনের জন্য আগামী ১৭ জানুয়ারি, এবং মন্ট্রিল পজিশনের জন্য ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: Deloitte
পদের নাম: ইন্টার্নশিপ
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: কানাডার টরন্টো এবং মন্ট্রিল
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট
advertisement
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৭.০১.২০২২/ ২৩.০১.২০২২
Deloitte Analyst Recruitment 2021: আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েটে নাম এনরোল করাতে হবে। এছাড়াও প্রার্থীদের রিপোর্ট ডেলিভার বা পরিবেশনে দক্ষ হতে হবে ও প্রজেক্টের চাহিদা অনুযায়ী অন্যান্য বিষয়ে সক্রিয় থাকতে হবে। কাজের চাহিদা তৈরি, ডেলিভারি এবং কমিউনিকেশন স্কিলের ওপর দক্ষতা থাকা আবশ্যক। কোম্পানি অবশ্যই এমন প্রার্থীদের অগ্রাধিকার দেবে যারা দক্ষ ভাবে কাজ করতে পারদর্শী এবং টার্গেট প্রজেক্ট সম্পর্কে ওয়াকিবহাল থাকবে।
advertisement
Deloitte Analyst Recruitment 2021: আবেদন পদ্ধতি
· প্রার্থীদের আবেদনের সময় কভার লেটার, রেজিউমে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ একটি মাত্র পিডিএফের মাধ্যমে জমা করতে হবে।
· Deloitte-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার পেজে যেতে হবে।
· এর পর ‘Analyst Intern, Crisis and Resilience- Risk Advisory-Summer 2022 (National)’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
advertisement
· এর পর ‘অ্যাপ্লাই অনলাইন’ অপশনে ক্লিক করতে হবে।
· ইমেল আইডি দিয়ে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য প্রদান করতে হবে।
· এর পর কোম্পানি দ্বারা প্রেরিত মেইলের নিয়মাবলী ভালো করে পড়ে নিয়ে সেই অনুযায়ী আবেদন করতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Deloitte Analyst Recruitment 2021: আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ, কীভাবে এবং কোথায় আবেদন করবেন!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement