Data Science Course: চাকরির বাজারের বিপুল চাহিদা মাথায় রেখে এই কোর্স করাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়, আজই আবেদন করুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Data Science Course: কোর্সটি করতে ইচ্ছুকদের বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থেকে কোর্সটি করতে হবে। মোট সাত দিন ধরে চলবে ক্লাস। কোর্সটি শুরু হবে চলতি বছরের ১১ জুন, শেষ হবে ১৮ জুন। কোর্স ফি ২,৫০০ টাকা
পূর্ব বর্ধমান: বর্তমানে কাজের দুনিয়ায় ডেটা সায়েন্সের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। ডেটা সায়েন্স বিষয়টি নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করার সুযোগও করে দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এই কোর্স সম্পন্ন করার চাহিদাও বর্তমানে বেশ বেড়েছে।
সেরকমই একটি কোর্সের মাধ্যম দিয়ে ডেটা সায়েন্স শেখার বড় সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে এই ডেটা সায়েন্স কোর্সের বিষয়ে একটি বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী গণিত, রাশিবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স ছাড়াও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা এই ডেটা সায়েন্স কোর্স করার সুযোগ পাবেন। তবে যারা এই কোর্সটি করতে ইচ্ছুক তাঁদের বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থেকে কোর্সটি করতে হবে। মোট সাত দিন ধরে চলবে ক্লাস। কোর্সটি শুরু হবে চলতি বছরের ১১ জুন, শেষ হবে ১৮ জুন। কোর্স ফি ২,৫০০ টাকা।
advertisement
আরও পড়ুন: প্রাচীন কোরিয়ার সন্ন্যাসীদের তৈরি ‘ব্যাম্বু সল্ট’ এখন বাংলায়! এই উপকারী নুনের ক্ষমতা জানুন
advertisement
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ব্যক্তিগত ইমেল আইডি থেকে ডেটা সায়েন্সের এই কোর্স টি করার জন্য আবেদন করতে হবে। আগামী ২৪ মে’র মধ্যে আবেদন করে ফেলতে হবে। আবেদনের ভিত্তিতে কোর্সের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৭ মে।
advertisement
ডেটা সায়েন্সের এই কোর্সটি ৩০ ঘণ্টার। দ্য সেন্টার ফর ইনোভেশন অন্ত্রপ্রেনিওরশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে এই কোর্সটি করানো হবে। নির্বাচিত প্রার্থীদের আগামী ৫ জুনের মধ্যে কোর্স ফি জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2024 7:37 AM IST