CV Ananda Bose: মমতার পরই বিদেশ যাচ্ছেন রাজ্যপাল! উপাচার্যদের বৈঠকে জানালেন 'বড়' কারণ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
CV Ananda Bose: শনিবার ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবারই বিদেশ সফরে উড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা: গবেষণা ও পঠন-পাঠন নিয়ে দীর্ঘ দু’ঘণ্টা উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনও পর্যন্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মৌ স্বাক্ষরিত হচ্ছে? বিশ্ববিদ্যালয় ধরে ধরে পর্যালোচনা করলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা ও পঠন-পাঠনের জন্য গত জুন মাসে শেষের দিকেই “কলকাতা কমিটমেন্ট” চালু করেছিলেন রাজ্যপাল। তার লক্ষ্যপূরণে কতটা এগোতে পারল বিশ্ববিদ্যালয়গুলি, তা এদিন উপাচার্যদের থেকে জানতে চান রাজ্যপাল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে জেনে নেন কেমন চলছে সেখানে? বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাকাডেমিক এক্সিলেন্সে নিয়ে যেতে হবে, ভার্চুয়ালি বৈঠকে উপাচার্যদের পরামর্শ দেন রাজ্যপাল। এরই সঙ্গে উপাচার্যদের রাজ্যপাল বলেন, ‘যে কোনও অভিযোগ এলেই তার নিষ্পত্তি দ্রুত করতে হবে। চলতি সপ্তাহে আপনাদের সঙ্গে আরও একবার আলোচনা করব। যে কোনও সমস্যা হলে আপনারা রাজভবনের সঙ্গে যোগাযোগ করবেন। রাজভবন সব সময় আপনাদের সঙ্গে রয়েছে।’
advertisement
আরও পড়ুন: ‘ডিজাইনে গলদ’, তাহলে কি ভাঙা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল? সিদ্ধান্ত জানিয়ে দিলেন ফিরহাদ
শনিবার ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবারই বিদেশ সফরে উড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেন, ‘আমি কয়েকদিনের জন্য বিদেশে যাচ্ছি। ইউএন সিকিউরিটি জেনারেলের আমন্ত্রণে যাচ্ছি। সেখানে বৈঠক হবে আমার। কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে যাব আমি। মউ করা হবে। আমি ২ বা ৩ তারিখেই ফিরে আসব।’
advertisement
advertisement
এদিনের ভার্চুয়াল বৈঠকে ফের একবার শিক্ষাঙ্গনে র্যাগিং নিয়ে সচেতন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসন। তিনি বলেন, ‘র্যাগিং আটকাতে আপনাদের জিরো টলারেন্স নীতি নিতে হবে। র্যাগিং আটকানোর জন্য সব কমিটি গুলোকে আপনারা পুনর্গঠন করুন। র্যাগিংয়ের অভিযোগ এলে আপনাদের গুরত্ব দিয়ে দেখতে হবে। ক্যাম্পাসে র্যাগিং কখনও কাম্য নয়।’
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 9:33 PM IST