ISC Syllabus Change: আমূল বদলাচ্ছে অঙ্ক-ইংরাজির সিলেবাস, ISC-এর পড়ুয়াদের জন্য বিরাট সিদ্ধান্ত বোর্ডের

Last Updated:

ISC 2025 New Syllabus For Class 12th Exam: পড়ুয়াদের চাপ কমাতে চলেছে সিআইএসসিই বোর্ড। ইংরাজি বই হতে চলেছে দু'রকম, মডার্ন ইংলিশ এবং ওল্ড ইংলিশ। একইভাবে অঙ্কের ক্ষেত্রেও অ্যাপ্লাইড (ফলিত গণিত) ম্যাথমেটিকস আনতে চলেছে সিআইএসসিই। অর্থাৎ ছাত্র-ছাত্রীরা নিজেদের সুবিধা মত অঙ্ক বা ইংরেজি পড়তে পারবে।

ICSE-এর পড়ুয়াদের সিলেবাসে বদল। সংগৃহীত ছবি।
ICSE-এর পড়ুয়াদের সিলেবাসে বদল। সংগৃহীত ছবি।
নয়াদিল্লিঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পর এবার পড়ুয়াদের চাপ কমাতে চলেছে সিআইএসসিই (Council for the Indian School Certificate Examinations) বোর্ড।  ISC-এর ইংরাজি বই হতে চলেছে দু’রকম, মডার্ন ইংলিশ এবং ওল্ড ইংলিশ। একইভাবে অঙ্কের ক্ষেত্রেও অ্যাপ্লাইড (ফলিত গণিত) ম্যাথমেটিকস আনতে চলেছে সিআইএসসিই (CISCE) । অর্থাৎ ছাত্র-ছাত্রীরা নিজেদের সুবিধা মতো অঙ্ক বা ইংরেজি পড়তে পারবে পড়ুয়ারা।
আইএসসি (ISC) পাস করার পর বহু পড়ুয়া ‘বেস্ট অফ ফোর’-এ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারত না এতদিন। তার প্রধান কারণ বেশ কিছু ইউনিভার্সিটি ‘বেস্ট অফ ফাইভ’-এর নম্বর অনুযায়ী ভর্তি নিত। এবারে সেই ব্যবস্থাতেও পরিবর্তন আনতে চলেছে সিআইএসসিই।
আরও পড়ুনঃ ঘরের সব কোণায় পৌঁছবে ঠান্ডা হাওয়া, ৫ মিনিটে কনকনে ঘর, চলতি বছরের সেরা দেড় টনের ১০ এসি কোনগুলি? জানুন
এবার ইংরেজি-সহ আর‌ও চারটি বিষয় পাশ করতে হবে পরীক্ষার্থীদের। ইতিমধ্যেই আইসিএসই বোর্ড (ICSE) এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ISC Syllabus Change: আমূল বদলাচ্ছে অঙ্ক-ইংরাজির সিলেবাস, ISC-এর পড়ুয়াদের জন্য বিরাট সিদ্ধান্ত বোর্ডের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement