Certificate Course: মাত্র ৩ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট, চাকরিপ্রার্থীদের জন্য বাড়তি সুযোগ

Last Updated:

সমাজসেবায় বিশেষ কোর্স, কোর্স শেষে হাতে মেলবে সার্টিফিকেট, মাত্র তিন দিনের প্রশিক্ষণ শেষে পাওয়া সার্টিফিকেট চাকরি ক্ষেত্রে সুবিধা দিতে পারে

+
সমাজ

সমাজ সেবায় বিশেষ কোর্স সংগঠন তৈরীর নিয়মবিধির পাশাপাশি কোর্সে শেষহাতে থাকে ওয়ে

হাওড়া: মাত্র তিন দিনের প্রশিক্ষণ শেষে মিলছে হাতে সার্টিফিকেট, চাকরি প্রার্থীদের চাকরি পেতে বাড়তি সুবিধা দিতে পারে এই সার্টিফিকেট। ইতিমধ্যেই পুরুষ, মহিলা উভয় শিক্ষার্থীরা আগ্রহ দেখাচ্ছেন।
‘এসোসিয়েশন অফ ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স” একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা রক্তদানে মনুষকে উৎসাহিত করতে এবং রক্ত সংগ্রহ করতে কাজ করে। এই সংগঠনের তরফ থেকে চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুযোগ, তিন দিনের ট্রেনিং পরীক্ষা শেষে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে । রাজ্য স্তরে এই প্রশিক্ষণ শেষে পরীক্ষা। উদ্যোক্তারা জানাচ্ছেন, এই সার্টিফিকেট এক্সট্রা কারিকুলাম হিসাবে প্রযোজ্য হতে পারে চাকরি ক্ষেত্রে।
advertisement
সমাজসেবা বিষয়ের উপর এবং মূলত রক্তদান নিয়ে তিন দিনের কর্মশালা আয়োজিত হয় হাওড়ার এক বিদ্যালয়ে । সেখানে এই বছর ৫২ জন অংশগ্রহণ করেন, গতবছর সেই সংখ্যা ছিল ৩৭।
advertisement
২০২৫ সালের ১ এপ্রিলের হিসাবে ১৮ বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থাকলে এই কোর্সে অংশগ্রহণ করা যাবে । ৩ দিন ব্যাপী ৯ টি ক্লাস নেওয়া হচ্ছে। সেবামূলক বিভিন্ন বিষয়ের উপর ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। এই পরীক্ষার নম্বরে ভাগ আছে । ক্লাসে কীভাবে মনোযোগ দিয়ে পড়ছে পড়ুয়ারা তার উপর ভিত্তি করে নম্বর। উপস্থিতির উপরেও রয়েছে নম্বর। সব মিলিয়ে প্রথম ৪ জনকে পুরস্কৃত করা হবে। নিজে এই কোর্স করে বর্তমানে হাওড়া ডিস্ট্রিক্ট ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছে সৌমিক গায়েন ।
advertisement
অন্যদের শেখানোর পাশাপাশি এই কর্মশালা থেকে পাওয়া সার্টিফিকেট পরবর্তীকালে কর্মসংস্থানেও কাজে লাগবে বলে জানান প্রশিক্ষণরত ছাত্রী সুদীপ্তা আড়ি। সমাজসেবামূলক কাজ কীভাবে করতে হবে ? কীভাবে মানুষকে অবগত করতে হবে? তা জানার পাশাপাশি এই সার্টিফিকেট পেলে চাকরিগত দিক থেকে অনেক সুবিধা হবে বলে জানান আরেক ছাত্রী অনামিকা ভূঁইয়া। ”থ্যালাসেমিয়া রোগীরা যাতে রক্ত পান, এইরকম নানা সমাজসেবামূলক কাজে নিজেদের কীভাবে নিয়োজিত করা যায়, সে বিষয়ে জানতে এই কর্মশালায় আসা’ বলে জানান আর এক ছাত্রী অর্পিতা গায়েন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Certificate Course: মাত্র ৩ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট, চাকরিপ্রার্থীদের জন্য বাড়তি সুযোগ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement