CBSE exam results: সিবিএসই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে দেরি হওয়ার সম্ভাবনা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
CBSE exam results: এর আগে ১০ জুলাই রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা শোনা গেলেও সেই দিনক্ষণ আরও পিছোতে পারে বলে মনে করা হচ্ছে ৷
নয়াদিল্লি: সিবিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল বেরোতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে ৷ আনুমানিক আগামী ১০-১৫ দিনের মধ্যে রেজাল্ট বেরোতে পারে ৷ এর আগে ১০ জুলাই রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা শোনা গেলেও সেই দিনক্ষণ আরও পিছোতে পারে বলে মনে করা হচ্ছে ৷
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা হবে। ১৩ জুলাই বা তার আগে ফলাফল প্রকাশিত হতে পারে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
advertisement
সিবিএসই-র দশম শ্রেণির পাশাপাশি দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ কবে, তা নিয়েও নানা জল্পনা রয়েছে ৷ আগামী ১৫ জুলাই বা তার আগেও রেজাল্ট প্রকাশিত হতে পারে ৷ কোনও সঠিক তারিখ এখনও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি ৷
Location :
First Published :
July 05, 2022 10:01 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CBSE exam results: সিবিএসই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে দেরি হওয়ার সম্ভাবনা