CBSE Class 12th Result Out: CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, সামান্য বাড়ল পাশের হার! ছেলেদের পিছনে ফেলল মেয়েরা

Last Updated:

CBSE Class 12th Result Out: ফলাফলে ফের একবার ছেলেদের পিছনে ফেলল মেয়েরা। মেয়েদের পাশের হার ৯১ শতাংশ। পাশের হারও গত বছরের তুলনায় খানিকটা বাড়ল।

CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত
CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত
কলকাতা: প্রকাশিত হল সিবিএসই ২০২৪-এর দ্বাদশ শ্রেণির ফলাফল। ফলাফলে ফের একবার ছেলেদের পিছনে ফেলল মেয়েরা। মেয়েদের পাশের হার ৯১ শতাংশ। পাশের হারও গত বছরের তুলনায় খানিকটা বাড়ল। এবছর পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ। গত বছর তা ছিল ৮৭.৩৩ শতাংশ। পরীক্ষার্থীরা cbseresults.nic.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক – ক্লিক করুন এখানে cbseresults.nic.in। বিগত বছরগুলির মতো এবারও অনলাইনে ফল দেখতে পারবে পড়ুয়ারা। যে ওয়েবসাইটগুলিতে সিবিএসই-র দশম ও দ্বাদশের রেজাল্ট দেখা যাবে সেগুলি হল cbse.nic.in, cbseresults.nic.in, cbseresults.gov.incbse.gov.in
আরও পড়ুন: পরীক্ষায়-প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে সন্তানকে কী বলেন? না জানলে বড় ক্ষতি হতে পারে! রইল জরুরি টিপস
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল সিবিএসই-র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা। ক্লাস ১০-এর পরীক্ষা শেষ হয় ১৩ মার্চ। অন্যদিকে, ২ এপ্রিল পর্যন্ত চলেছিল দ্বাদশের বোর্ড পরীক্ষা। এবার দু’টি ক্লাস মিলিয়ে প্রায় ৩৯ লক্ষ পড়ুয়া পরীক্ষা দেয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলেছে ক্লাস ১০ ও ১২-র পরীক্ষা।
advertisement
advertisement
আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস
বেশ কয়েক দিন ধরেই সিবিএসই-র ফলাফল কবে বেরোবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই আবহে সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভুয়ো বিজ্ঞপ্তি। বিষয়টি চোখে পড়ার পর এই নিয়ে সাবধান করেছিল সিবিএসই। অবশেষে প্রকাশিত হত দ্বাদশের ফল। এবার পালা সিবিএসই দশমের।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Class 12th Result Out: CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, সামান্য বাড়ল পাশের হার! ছেলেদের পিছনে ফেলল মেয়েরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement