CBSE Board Exam2023: ১৫ ফেব্রুয়ারি CBSE বোর্ডের পরীক্ষা, কবে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড জানুন
- Published by:Ankita Tripathi
Last Updated:
আর মাত্র ১০ দিন পর আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে CBSE বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক৷ তাই অ্যাডমিট কার্ডের জন্য অধীর অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা৷
নয়াদিল্লি: সিবিএসসি বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ আর মাত্র ১০ দিন পর আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে CBSE বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক৷ তাই অ্যাডমিট কার্ডের জন্য অধীর অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা৷ অবশেষে অপেক্ষার অবসান, পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নথিপত্রটি হাতে পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা৷
CBSE ২০২৩-এর সিডিউল অনুযায়ী বোর্ডের ক্লাস ১০ এবং ১২-এর পরীক্ষার এই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in.
ক্লাস ১০ বোর্ডের পরীক্ষা শেষ হবে মার্চের ২১, ২০২৩ এবং ক্লাস ১২ বোর্ডের পরীক্ষা হবে এপ্রিল ৫, ২০২৩৷ পরীক্ষা শুরু হবে ১০.৩০ থেকে আর চলবে ১.৩০ পর্যন্ত৷
advertisement
advertisement
বিশদে জেনে নিন কীভাবে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বোর্ডের ওয়েবসাইটে নিজেদের শংসাপত্র-সহ লগ ইন করতে হবে৷ এরপর নিজেদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারে৷
CBSE-বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি স্কুল পরীক্ষার কয়েকদিন আগেই ছাত্রছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেবে৷ স্কুল থেকে অ্যাডমিট কার্ড নেওয়ার সময় পরীক্ষার্থীদের সঙ্গে যেকোনও একটি আইডি প্রুফ থাকা বাঞ্ছনীয়৷
advertisement
অ্যাডমিট কার্ড পাওয়ার পর ছাত্রছাত্রীদের সই করতে হবে ৷ অ্যাডমিট কার্ড পাওয়ার পর অ্যাডমিট কার্ডে লেখা গুরুত্বপূর্ণ নিয়মগুলি পরীক্ষার্থীদের দেখে নিতে হবে৷ অ্যাডমিট কার্ডে লেখা নাম, রোল-নম্বর, সাবজেক্ট কোড-সহ অন্যান্য বিবরণ বিশদে জেনে নিতে হবে৷ কোনও ভুল-ভ্রান্তি থাকলে তা স্কুলকে জানানো আবশ্যক৷ সঙ্গে অ্যাডমিট কার্ডটিকে সাবধানে রাখতে হবে৷ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না৷
advertisement
বোর্ডের প্রকাশিত সময়সূচী অনুযায়ী সিবিএসই ক্লাস ১০ পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এবং ২১ মার্চ শেষ হবে। ক্লাস ১০ ছাত্রছাত্রীদের জন্য প্রথম পরীক্ষা হবে পেইন্টিং, তামাং, শেরপা, রাই, গুরুং এবং থাই বিষয়। এদিকে, সিবিএসই ক্লাস ১২-এর পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। বোর্ড পরীক্ষা মোট ৮০ নম্বরের। যেখানে শিক্ষার্থীদের ইংরেজি সাহিত্য পরীক্ষা ব্যতীত পাঁচটি বিভাগে বিভক্ত প্রশ্নের উত্তর দিতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 6:40 PM IST