CBSE Exam 2023: দশম ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিস পেপার প্রকাশ করেছে CBSE - দেখে নিন একঝলকে
- Published by:Salmali Das
Last Updated:
CBSE Exam 2023: যে সমস্ত ছাত্রছাত্রীরা CBSE দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবে তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট- cbseacademic.nic-তে অনুশীলনের প্রশ্নপত্র দেখতে পারে।
নয়া দিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৩ সালের বোর্ড পরীক্ষার জন্য অনুশীলন প্রশ্নপত্র প্রকাশ করেছে৷ যে সমস্ত ছাত্রছাত্রীরা CBSE দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবে তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট- cbseacademic.nic-তে অনুশীলনের প্রশ্নপত্র দেখতে পারে।
CBSE দশম শ্রেণির অনুশীলন প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে - বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং সামাজিক বিজ্ঞানের জন্য। CBSE দ্বাদশ শ্রেণির অনুশীলন প্রশ্নপত্র গুলি অ্যাকাউন্টেন্সি, জীববিজ্ঞান, রসায়ন, ইংরেজি কোর, ভূগোল, হিন্দি, ইতিহাস, অঙ্ক এবং পদার্থবিদ্যার মতো বিষয়গুলির জন্য প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ওবিসি পড়ুয়াদের বৃত্তি দিতে তৎপর রাজ্য, ১৫ দিনের মধ্যেই নাম নথিভুক্ত করার নির্দেশ
CBSE দশম ও দ্বাদশ শ্রেণির অনুশীলনী পেপার কীভাবে ডাউনলোড করবেন তা দেখে নিন
advertisement
advertisement
স্টেপ ১: CBSE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseacademic.nic.in-এ যেতে হবে।
স্টেপ ২: হোমপেজে 'প্রশ্ন ব্যাঙ্ক' বিভাগটি দেখুন। তারপর 'অতিরিক্ত অনুশীলন প্রশ্ন' লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩: দশম এবং দ্বাদশ শ্রেণির জন্য অতিরিক্ত অনুশীলন প্রশ্নগুলি দেখা যাবে।
স্টেপ ৪: যে বিষয়ের প্রশ্নগুলি চান সেই লিঙ্কে ক্লিক করুন এবং নমুনা প্রশ্নপত্র (পিডিএফ ফাইল) ডাউনলোড করুন।
advertisement
আরও পড়ুন: প্রকাশিত হয়েছে জেইই মেইনের Answer key, জেনে নিন চ্যালেঞ্জ করার পদ্ধতি
সিবিএসই ক্লাস ১০ পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এবং ২১ মার্চ শেষ হবে। ক্লাস ১০ ছাত্রছাত্রীদের জন্য প্রথম পরীক্ষা হবে পেইন্টিং, তামাং, শেরপা, রাই, গুরুং এবং থাই বিষয়। এদিকে, সিবিএসই ক্লাস ১২-এর পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
advertisement
অফিসিয়াল সময়সূচি অনুযায়ী, পরীক্ষার উপর নির্ভর করে দশম এবং দ্বাদশ উভয় শ্রেণির পরীক্ষা সকাল ১০.৩০ থেকে ১২:৩০ বা দুপুর ১:৩০ পর্যন্ত হবে। বোর্ড পরীক্ষা মোট ৮০ নম্বরের। যেখানে শিক্ষার্থীদের ইংরেজি সাহিত্য পরীক্ষা ব্যতীত পাঁচটি বিভাগে বিভক্ত প্রশ্নের উত্তর দিতে হবে।
সিবিএসই শীঘ্রই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষায় সব আপডেটের জন্য ছাত্রছাত্রীদের বোর্ডের ওয়েবসাইটে নজর থাকুক।
view commentsLocation :
New Delhi,Delhi
First Published :
February 04, 2023 11:30 AM IST