CBSE Board Exam 2023: ফাঁস হয়েছে প্রশ্নপত্র! এমন গুজবে কান দেবেন না, সতর্ক করল CBSE

Last Updated:

ফাঁস হয়েছে প্রশ্নপত্র, এমনটাই ছড়িয়েছিল গুজব৷ এবার এই বিষয়ে সাবধান করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি

 ফাঁস হয়েছে প্রশ্নপত্র! এমন গুজবে কান দেবেন না, সতর্ক করল CBSE
ফাঁস হয়েছে প্রশ্নপত্র! এমন গুজবে কান দেবেন না, সতর্ক করল CBSE
নয়াদিল্লি: ফাঁস হয়েছে প্রশ্নপত্র, এমনটাই ছড়িয়েছিল গুজব৷ এবার এই বিষয়ে সাবধান করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি৷ বোর্ডের পক্ষ থেকে সোমবার ছাত্রছাত্রী এবং তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হল এই ধরণের কোনও গুজবে কান না দিতে৷
শিক্ষার্থীদের কোনওরকম গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে বোর্ড৷ সঙ্গে যদি কোনও ছাত্রছাত্রী এই ধরণের কোনও বেআইনি কাজ করতে গিয়ে ধরা পড়েন তাহলে ‘‘আনফেয়ার মিনস্’’ বা ‘‘অন্যায় উপায়’’ নিয়ম অনুসারে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
সিবিএসসি বোর্ডের একজন অফিসিয়াল জানালেন‘‘ কিছু অসাধু ব্যক্তি ইউটিউব, ফেসবুক, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেপার ফাঁস সম্পর্কে গুজব ছড়াচ্ছে বা ২০২৩ সালের পরীক্ষার প্রশ্নপত্র অ্যাক্সেস করা যাচ্ছে বলে দাবি করছে, এই সমস্ত ব্যাপারগুলি বোর্ডের নজরে এসেছে’’
advertisement
advertisement
‘‘এই ব্যক্তি, গোষ্ঠী এবং এজেন্সিগুলি টাকার বিনিময়ে সহজ সরল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বোকা বানাচ্ছে। এই ধরণের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি করে। যারা ভুয়ো খবর ও গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বোর্ড’’ জানালেন তিনি৷
advertisement
এই মুহূর্তে সিবিএসইর ক্লাস ১০ এবং ১২ এর পরীক্ষা চলছে এবং শেষ হবে এপ্রিল ৫ তারিখে৷ কর্মকর্তাদের মতে, সিবিএসই আইপিসি এবং আইটি আইনের বিভিন্ন বিধানের অধীনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে জাল খবর প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশকে জানানো হয়েছে৷ এই ধরণের ভুয়ো খবর ছড়ালে সেই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিবিএসই৷
advertisement
সিবিএসই ‘অন্যায় উপায়’ বিধি এবং আইপিসির বিভিন্ন ধারার অধীনে কোনও ছাত্রের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াতে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।অভিভাবকদের কাছেও বিশেষ অনুরোধ জানানো হচ্ছে এই ধরনের গুজবে কান না দিতে৷ বোর্ড পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনাকে বাধা দিতে পারে এমন কোনও কার্যকলাপে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
advertisement
তাই পরীক্ষা চলাকালীন এই ধরনের অসমাপ্ত খবর ও গুজবের বিরুদ্ধে জনসাধারণকে সতর্ক করা হয়েছে এবং পরীক্ষার পবিত্রতা বজায় রাখার জন্য এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার সঙ্গে সোশ্যাল মিডিয়া বা অন্য যেকোনো মাধ্যমের সাহায্যে এই কোনও ধরনের তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Board Exam 2023: ফাঁস হয়েছে প্রশ্নপত্র! এমন গুজবে কান দেবেন না, সতর্ক করল CBSE
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement