CBSE Class 12 Result: প্রকাশিত CBSE দ্বাদশ শ্রেণীর রেজাল্ট! পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
CBSE Class 12 Result: প্রকাশিত হল সিবএসসির দ্বাদশ শ্রেণীর রেজাল্ট। চলতি বছর পাশের হার ৮৮.৩৯%। গত বছরের তুলনায় পাসের হার ০.৪১% বৃদ্ধি পেয়েছে। ৯১% এরও বেশি মেয়েরা পরীক্ষায় পাশ করেছে। ছেলেদের থেকে পাশের হারে এগিয়ে মেয়েরা।
নয়াদিল্লিঃ প্রকাশিত হল সিবএসসির দ্বাদশ শ্রেণীর রেজাল্ট। চলতি বছর পাশের হার ৮৮.৩৯%। গত বছরের তুলনায় পাসের হার ০.৪১% বৃদ্ধি পেয়েছে। ৯১% এরও বেশি মেয়েরা পরীক্ষায় পাশ করেছে। ছেলেদের থেকে পাশের হারে এগিয়ে মেয়েরা। সিবএসসির দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছাত্রছাত্রীরা ফলাফল প্রকাশের পর বোর্ডের অফিসিয়াল থেকে জানতে পারবেন রেজাল্ট। নির্ধারিত ওয়েবসাইটগুলো হল- cbse.gov.in এবং results.cbse.nic.in অফিসিয়াল পোর্টাল ছাড়াও, ফলাফল প্রকাশের পর digilocker.gov.in এবং UMANG অ্যাপেও পাওয়া যাবে। অনলাইনে রেজাল্ট দেখার জন্য শিক্ষার্থীদের তাদের রোল নম্বরের প্রয়োজন হবে।
advertisement
advertisement
সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে দেখা যাবে রেজাল্ট?
প্রথম ধাপ– অফিসিয়াল রেজাল্ট পোর্টাল – cbseresults.nic.in – এ যেতে হবে
দ্বিতীয় ধাপ– ‘CBSE Class 12 Result 2025’ লেবেলযুক্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ– পরীক্ষার্থীর রোল নম্বর, স্কুল নম্বর এবং জন্ম তারিখ নির্দিষ্ট জায়গায় লিখতে হবে।
চতুর্থ ধাপ– উপরোক্ত পদ্ধতিগুলি ঠিকঠাকভাবে করলেই মার্কশিট স্ক্রিনে প্রদর্শিত হবে।
advertisement
পঞ্চম ধাপ– ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি ডাউনলোড এবং সংরক্ষণ করা প্রয়োজন।
যেসব পরীক্ষার্থী তাদের নম্বর নিয়ে অসন্তুষ্ট তারা পুনর্মূল্যায়ন বা রিভিউয়ের জন্য আবেদন করতে পারেন। গত বছরের মতোই, যারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে চান তাদের প্রতি প্রশ্নের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। যারা মার্কশিটের ফটোকপি পেতে চান তাদের ৭০০ টাকা দিতে হবে, আর উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের জন্য ৫০০ টাকা খরচ হবে। পুনর্মূল্যায়ন বা অন্য কোনও পরিষেবার জন্য প্রদত্ত ফি কোনও অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 11:49 AM IST