Career: ইঞ্জিনিয়ারিং, মেডিক্যালে না আগ্রহ রাজনীতিতে? দেশে চালু হতে চলছে পলিটিক্যাল ট্রেনিং কোর্স
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
ইঞ্জিনিয়ারিং, মেডিক্যালে, ম্যানেজমেন্টে কলেজে ভর্তির জন্য অনেক প্রস্তুতি লাগে। এবং পড়ুয়ারা সেগুলির পড়াশোনার জন্য বিভিন্ন সেন্টার থেকে প্রশিক্ষণ নেয়।
ইঞ্জিনিয়ারিং, মেডিক্যালে, ম্যানেজমেন্টে কলেজে ভর্তির জন্য অনেক প্রস্তুতি লাগে। এবং পড়ুয়ারা সেগুলির পড়াশোনার জন্য বিভিন্ন সেন্টার থেকে প্রশিক্ষণ নেয়। কিন্তু রাজনীতি প্রশিক্ষণের বিষয়ে শুনেছেন কখনও? এবার পলিটিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট খোলার বিষয়ে প্রস্তাব দিল কর্নাটক বিধানসভার স্পিকার ইউটি খাদের।
তাঁর কথায়, রাজনীতির আঙিনায় যাঁরা ভবিষ্যতে নামতে চান তাঁদের জন্য রাজনৈতিক ট্রেনিং খুবই জরুরি। সূত্রের খবর, ইতিমধ্যে পুণের এক সংস্থা আগ্রহ দেখিয়েছে বলেও জানা গিয়েছে। ওই সংস্থাকে সিলেবাস তৈরি করতেও বলা হয়েছে।
advertisement
advertisement
বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন ইউটি খাদের। সংশ্লিষ্ট কোর্সের বিষয়ে কর্নাটক বিধানসভার স্পিকার জানিয়েছেন, এই কোর্সের মেয়াদকাল হবে এক বছরের। এর মধ্যে ৬ মাস হবে থিওরি ক্লাস এবং বাকি ৬ মাস হবে প্র্যাকটিক্যাল। এই কোর্সের অধীনে ইন্টার্নশিপের সুযোগও থাকবে। সিলেবাসে রাজনীতি এবং সরকারের বিভিন্ন বিষয়ে পড়ানো হবে। কয়েকটা ক্লাসে সরকারের পক্ষ থেকে কোনও মন্ত্রী বা বিধায়কও নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন পড়ুয়াদের সঙ্গে।
advertisement
আরও পড়ুনঃ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হতে গেলে দিতে হবে এইসব পরীক্ষাগুলি! সঙ্গে জারি নয়া বিধি
view commentsএই কোর্সে যোগ দিতে হলে স্নাতক পাশ করতে হবে। এই কোর্সের সিলেবাস এ ভাবেই তৈরি করা হবে যাতে পড়ুয়ারা ভবিষ্যতে বিভিন্ন ভূমিকায় কাজ করতে পারবে। কোথায় ক্লাস হবে, কবে থেকে ক্লাস হবে এ ব্যাপারে কিছু জানাননি বিধানসভার স্পিকার। কিছু দিনের মধ্যে তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2023 9:20 PM IST