ফ্যাশন নিয়ে পড়তে চান? দেশের প্রথম ফ্যাশন ইউনিভার্সিটি গড়ে উঠতে চলেছে এই জেলায়! বদলে যাবে ভবিষ্যৎ
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
টেকনো ইন্ডিয়া গ্রুপ গড়ে তুলছে ভারতের প্রথম পূর্ণাঙ্গ ফ্যাশন বিশ্ববিদ্যালয় SKF University, FIT-এর সহযোগিতায় এটি উত্তরবঙ্গকে গ্লোবাল ফ্যাশন শিক্ষার মানচিত্রে স্থাপন করবে।
শিলিগুড়ি : ফ্যাশন মানেই শুধু পোশাক নয়, এটা এক ধরনের শিল্প, যা আজকের বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক ইন্ডাস্ট্রিগুলির একটি। আর সেই শিল্প শিক্ষার দিগন্ত খুলে দিতে ভারতের প্রথম পূর্ণাঙ্গ ফ্যাশন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ, ঠিক এখানেই, শিলিগুড়িতে।
সুকনা-তে অবস্থিত Canvas Design Centre-কে কেন্দ্র করে গড়ে উঠবে এই বিশ্ববিদ্যালয়, যার নাম Skill, Knowledge and Fashion University (SKF University)। ইতিমধ্যেই এই প্রকল্পের খসড়া প্রস্তুত, সরকারি অনুমোদনের অপেক্ষায় দিন গুনছে কর্তৃপক্ষ। এই নতুন বিশ্ববিদ্যালয়ে থাকবে বিশ্বমানের পরিকাঠামো, বাস্তবভিত্তিক শিক্ষা পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, যা ভবিষ্যতের চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতার উপযুক্ত করে তুলবে।
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয়টি শুধুমাত্র দেশীয় নয়, আন্তর্জাতিক অংশীদারিত্বে গড়ে উঠবে, যার অন্যতম বড় অংশীদার হল Fashion Institute of Technology (FIT), State University of New York। FIT-এর অধ্যাপক ও অ্যাকাডেমিক অ্যাডভাইসর রাজাশেখর আর. ভাঙ্গাপাতি জানিয়েছেন, “এই উদ্যোগ শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং একটি অনুঘটক শক্তি, যা উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতকে গ্লোবাল ফ্যাশন শিক্ষার মানচিত্রে স্থাপন করবে। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যা সৃজনশীলতা, প্রযুক্তি ও বাস্তব প্রশিক্ষণের এক অপূর্ব মেলবন্ধন।”
advertisement
বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে বিভিন্ন ফ্যাশন ডিজাইনিং ও লাইফস্টাইল কোর্স, পাশাপাশি থাকছে, ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম, ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড প্রজেক্ট, আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, রিসার্চ ও ইনোভেশন ল্যাব, ইন্টার্নশিপ ও বাস্তবভিত্তিক প্রকল্প। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তব কাজের দক্ষতা ও ইন্ডাস্ট্রি রেডিনেস দিতে পারা।
এই উদ্যোগের ফলে শিলিগুড়ি শুধু উত্তরবঙ্গের শিক্ষাকেন্দ্র হিসেবে নয়, দেশের ফ্যাশন ও ডিজাইন শিক্ষার অন্যতম গন্তব্য হয়ে উঠবে বলে আশা করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান, নতুন শিল্প উদ্যোগ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটবে।
advertisement
উত্তরবঙ্গের মতো অঞ্চলে, যেখানে উচ্চমানের ফ্যাশন বা ডিজাইন শিক্ষার সুযোগ এতদিন ছিল না, সেখানে এই বিশ্ববিদ্যালয় হবে এক গেমচেঞ্জার। শিক্ষার্থীরা পাবে এমন একটি প্ল্যাটফর্ম, যা তাদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পথ দেখাবে, দেশের সীমানা ছাড়িয়ে, আন্তর্জাতিক জগতে।
ঋত্বিক ভট্টাচার্য
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 4:36 PM IST