Bratya Basu: উচ্চশিক্ষা দফতরের কেন্দ্রীয় ভর্তির পোর্টালের সূচি প্রকাশ, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী!

Last Updated:
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷৷
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷৷
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ার সময়সূচি প্রকাশ করেছে। সোমবার দুপুর ২টায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পোর্টাল উদ্বোধন করলেন এই পোর্টালের।
ভর্তির প্রথম পর্যায়ের রেজিস্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া চলবে ১৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। এরপর ৬ জুলাই প্রকাশ পাবে কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্স অনুযায়ী মেধাতালিকা ও আসন বণ্টন করা হবে।
প্রথম পর্যায়ের আসন বণ্টনের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। ১৭ জুলাই প্রকাশিত হবে আপগ্রেড রাউন্ডের জন্য নতুন মেধাতালিকা ও আসন বণ্টন। আপগ্রেড রাউন্ডে ভর্তি হবে ১৭ থেকে ২০ জুলাইয়ের মধ্যে। এরপর ২৪ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের শারীরিক পরীক্ষা করা হবে। ১ অগাস্ট থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস।
advertisement
advertisement
দ্বিতীয় পর্যায় বা মপ-আপ রাউন্ড শুরু হবে ২ অগাস্ট থেকে। এই রাউন্ডে অংশ নিতে পারবেন–
১. নতুন আবেদনকারী,
২. প্রথম পর্যায়ে যাঁরা কোনও আসনে মনোনীত হননি,
৩. মনোনয়ন পেলেও ভর্তি হননি অথবা বাতিল করেছেন।
১১ অগাস্ট পর্যন্ত এই আবেদন করা  যাব। মেধা তালিকা ও আসন বরাদ্দ প্রকাশ হবে ১৪ অ। ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া।
advertisement
ফের একবার আপগ্রেড রাউন্ডে মেধা তালিকা প্রকাশ হবে ২১ আগস্ট এবং সেই রাউন্ডে ভর্তি প্রক্রিয়া চলবে ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। সর্বশেষ, ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ভর্তিকৃত প্রার্থীদের শারীরিক যাচাই ও ক্লাসে যোগদান সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, এই সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে বলে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bratya Basu: উচ্চশিক্ষা দফতরের কেন্দ্রীয় ভর্তির পোর্টালের সূচি প্রকাশ, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement