Exam Preparation Tips: এই বইগুলো আছে তো? প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবার সহজ ব্যাপার

Last Updated:

এই বইগুলো থাকলে পরীক্ষার প্রার্থীরা ঘরে বসেও পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন।

#কলকাতা: আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ যুবক-যুবতীরা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন)। কেউ কেউ সরকারি চাকরির জন্য পরীক্ষা দেন এবং কেউ কেউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা দেন। বেশিরভাগ তরুণ-তরুণীরাই এ ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই এই পরীক্ষায় সফল হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু কীভাবে এর জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে হয় তা অনেকেই জানেন না।
এ ক্ষেত্রে যাঁরা সরকারি চাকরি বা অন্য যে কোনও প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কিছু সাধারণ বই সম্পর্কে জানা উচিত, যেখান থেকে খুব সহজেই তাঁরা পরীক্ষার জন্য ভালো ভাবে প্রস্তুতি নিতে পারবেন। এগুলো দিয়ে, পরীক্ষার প্রার্থীরা ঘরে বসেও নিজের প্রস্তুতি শুরু করতে পারেন। এমনকী সবসময় যখন আমাদের পক্ষে কোচিংয়ে গিয়ে পড়াশোনা সম্ভব হয় না, তখনও কিন্তু প্রার্থীরা ঘরে বসে খুব সহজেই কঠিন থেকে কঠিনতম পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।
advertisement
ঘরে বসেই পরীক্ষার প্রস্তুতি কীভাবে সম্ভব?
advertisement
প্রতি বছর আমাদের দেশে রাজ্যে এবং কেন্দ্রীয় স্তরে অনেক প্রবেশিকা পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে SSC, State PCS, UPSC, GATE, NEET, JEE সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে বিবেচিত হয়। কেউ যদি এই পরীক্ষার যে কোনও একটির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে তিনি কিছু সাধারণ বই দিয়ে নিজের প্রস্তুতি শুরু করতে পারেন।
advertisement
এই বিষয়গুলির জন্য বিশেষ ভাবে প্রস্তুতি শুরু করতে হবে
সাধারণ জ্ঞান, সাধারণ ইংরেজি, হিন্দি, সাধারণ বিজ্ঞান, মৌলিক গণিত এবং রিজনিংয়ের মতো বিষয়গুলি প্রায় সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট থাকে। তরুণ-তরুণীদের জন্য এই বইগুলি সমস্ত বিষয়ের জন্য ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতেই সুলভ।
এনসিইআরটি থেকে সম্পূর্ণত সাহায্য পাবেন পরীক্ষা প্রার্থীরা
advertisement
এনসিইআরটি (National Council of Educational Research and Training) এই বিষয়ে পরীক্ষার্থীদের প্রভূত সাহায্য করে। পরীক্ষার প্রস্তুতির জন্য এনসিইআরটি-র ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রবেশিকা পরীক্ষার জন্য। এগুলোর সাহায্যে চাকরিপ্রার্থী বা শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিটি বিষয়ের সেরা প্রস্তুতি নিতে পারেন। সাধারণত এনসিইআরটির বইগুলি ইংরেজি এবং হিন্দিতেই বেশি পাওয়া যায়। তাই অন্যান্য ভাষার পরীক্ষার্থীরা ইংরেজি বইগুলি ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Exam Preparation Tips: এই বইগুলো আছে তো? প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবার সহজ ব্যাপার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement