BMRC Recruitment 2021: মেট্রো রেলে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ! চাকরির বড় সুযোগ
- Published by:Suman Majumder
Last Updated:
প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#বেঙ্গালুরু: সম্প্রতি ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (Bangalore Metro Rail Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
BMRC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
BMRC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
BMRC Recruitment 2021: | শূন্যপদের বিস্তারিত বিবরণ |
চিফ ইঞ্জিনিয়ার: | ১টি পদ |
অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার/ ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার: | ২টি পদ |
ডেপুটি জেনারেল ম্যানেজার: | ১টি পদ |
একজিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিজাইন: | ২টি পদ |
ম্যানেজার: | ১টি পদ |
ডেপুটি ম্যানেজার: | ২টি পদ |
অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিজাইন: | ২টি পদ |
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিজাইন: | ৩টি পদ |
সেকশন ইঞ্জিনিয়ার: | ৫টি পদ |
advertisement
সংস্থা: | ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Bangalore Metro Rail Corporation Limited) |
পদের নাম: | সেকশন ইঞ্জিনিয়ার এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ১৭ |
কাজের স্থান: | বেঙ্গালুরু |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | সাক্ষাৎকার |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন ও অফলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ১৭.০১.২০২২
BMRC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে জানতে এই লিঙ্কটিতে গিয়ে দেখতে পারেন-
https://english.bmrc.co.in/FileUploads/2bdaed_CareerFiles.pdf
BMRC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত প্রতিষ্ঠান দ্বারা গঠিত একটি কমিটির মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়ার দ্বারা নির্বাচন করা হবে। সাক্ষাৎকারে প্রার্থীদের কাজের অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- এক্সাইজ কনস্টেবলের পরীক্ষার তারিখ ঘোষণা! কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
BMRC Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা- ‘General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar, Bengaluru 560027’।
Location :
First Published :
December 22, 2021 5:21 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
BMRC Recruitment 2021: মেট্রো রেলে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ! চাকরির বড় সুযোগ