Shiksha Ratna Award : শিক্ষারত্ন সম্মান এবার বীরভূমের শিক্ষিকাকে, সঞ্চালনাতেও পারদর্শী সুজাতা সাহা

Last Updated:

Shiksha Ratna Award : সুজাতা সাহার স্বামী দেবদাস সাহাও একজন শিক্ষক। বর্তমানে সিউড়ির ৪ নম্বর ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর। সব সময় স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন দেবদাস সাহা।

শিক্ষারত্ন সম্মান এবার বীরভূমের শিক্ষিকাকে
শিক্ষারত্ন সম্মান এবার বীরভূমের শিক্ষিকাকে
সিউড়ি: ২০২৩ সালে রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন বীরভূমের সিউড়ির কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুজাতা সাহা দাস। তাঁর পড়াশোনা বীরভূমের হেমতপুরের কৃষ্ণচন্দ্র কলেজ থেকে। উচ্চমাধ্যমিক স্তরে সায়েন্স বিভাগে পড়াশোনা শুরু করলেও পরে গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়াশোনা করেন তিনি। সেই সময় রাজ্যে গ্রাজুয়েশনে বাংলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন শিক্ষিকা সুজাতা সাহা।
সিউড়ি করিধ্যা বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা সাহা ১৯৯৯ সালে এসএসসির মাধ্যমে শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন। সেই সময়ই এসএসসি পরীক্ষায় প্রথম ২০ জনের মধ্যে তিনি একজন ছিলেন। তাঁর ছেলেবেলা কেটেছে বীরভূমের দুবরাজপুরে।
advertisement
শিক্ষকতার পাশাপাশি তিনি যেমন শিল্পী, সঞ্চালক তেমনই বিভিন্ন সাহিত্য উৎসবেও অংশ নেন তিনি। সুজাতা সাহা দাস বলেন, ‘‘এই সম্মান পেয়ে সত্যিই আমি খুব খুশি। আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকশিক্ষিকাদের খুব ভাল সম্পর্ক। আমরা যদি শিক্ষার্থীদের ভাল বন্ধুই না হয়ে উঠতে পারি তবে ভাল শিক্ষক হব কেমন করে! আমি শিক্ষাকতার পাশাপাশি সঞ্চালনাও করি। রাজ্য স্তরেও সঞ্চালনা করেছি। আমি যেই স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্বে আছি সেটি সিউড়ির করিধ্যায়। একটু গ্রামের দিকে বলে বেশ অনেক কিছুই আমাদের স্কুলে নেই। জেলা শাসকের কাছে আবেদনও জানিয়েছি। এছাড়া এর আগেও আমি অনেক সম্মাননা পেয়েছি । তবে রাজ্য সরকারের শিক্ষারত্ন পাওয়ায় বেশ গর্ব হচ্ছে।’’
advertisement
আগামী দিনে ছাত্রছাত্রীদের শিক্ষা দানে বিশেষ ভুমিকা নেবেন সুজাতা সাহা দাস। তাঁর স্বামী দেবদাস সাহাও একজন শিক্ষক। বর্তমানে সিউড়ির ৪ নম্বর ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর। সব সময় স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন দেবদাস সাহা। আজ তারও গর্বের দিন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Shiksha Ratna Award : শিক্ষারত্ন সম্মান এবার বীরভূমের শিক্ষিকাকে, সঞ্চালনাতেও পারদর্শী সুজাতা সাহা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement