Best Engineering Colleges of India: IIIT-NIT ছাড়া ভারতের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোনগুলো? দেখে নিন তালিকা

Last Updated:

Best Engineering Colleges of India: আইআইটি, এনআইটি এবং আইআইআইটির বাইরে যাঁরা ভারতের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির জন্য অন্যান্য বিকল্প দেখতে চান তাঁদের জন্য এখানে কয়েকটি অপশন রয়েছে।

দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি
দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি
কলকাতা: আমরা যখনই ভারতের সেরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলির কথা আলোচনা করি তখন বেশিরভাগ ক্ষেত্রেই আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি), এনআইটি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি), এবং আইআইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি) ইত্যাদি প্রতিষ্ঠানের কথা মাথায় আসে।
আইআইটি, এনআইটি এবং আইআইআইটি ব্যতীত ভারতের শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজগুলি সম্পর্কে খুব কম মানুষই জানেন। জেইই-এর জন্য প্রস্তুত হওয়া শিক্ষার্থীদের লক্ষ্য এই তিনটি নামি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। কিন্তু যখন আমরা ‘ক্যান্ডিডেট-টু-সিট’ এই হিসেব করি তখন আবেদনকারীর সংখ্যা সিট সংখ্যাকে ছাড়িয়ে যায়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF
তাই আইআইটি, এনআইটি এবং আইআইআইটির বাইরে যাঁরা ভারতের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলির জন্য অন্যান্য বিকল্প দেখতে চান তাঁদের জন্য এখানে কয়েকটি অপশন রয়েছে।
advertisement
advertisement
১ আইআর-এ-ইউ-০৫৭৫- যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা, পশ্চিমবঙ্গ ৬৭.০৪ ১০ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
২ আইআর-এ-ইউ-০৪৯০ ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভেল্লোর, তামিলনাড়ু ৬৬.৫৯ ১১ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
৩ আইআর-এ-ইউ-০৪৩৯ আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই, তামিলনাড়ু ৬৫.০৬ ১৩ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
৪ আইআর-এ-ইউ-০৪৩৬ অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম কোয়েম্বাতোর তামিলনাড়ু ৬১.৫৪ ১৯ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
৫ আইআর-এ-ইউ-১৪৮০ থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডিমড-টু-বি-ইউনিভার্সিটি), পাতিয়ালা, পঞ্জাব ৬১.২৪ ২০ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
advertisement
আরও পড়ুন: এমবিএ পড়ার ইচ্ছা? দেশের সেরা MBA কলেজ কোনটি? ভর্তি হওয়ার আগে জেনে নিন
৬ আইআর-এ-ইউ-০৩০৮ ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, মুম্বই, মহারাষ্ট্র ৫৯.৭ ২৪ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
৭ আইআর-এ-ইউ-০৩৯১ বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স –পিলানি, পিলানি, রাজস্থান ৫৯.৫২ ২৫ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
৮ আইআর-এ-ইউ-০১০৮ জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়াদিল্লি, নয়াদিল্লি ৫৯.৩ ২৬ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
advertisement
৯ আইআর-এ-ইউ-০৩৬৩ শিক্ষা `ও` অনুসন্ধান ভুবনেশ্বর, ওড়িশা, ৫৮.৯২ ২৭ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
১০ আইআর-এ-ইউ-০৪৭৩ এস.আর.এম. ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চেন্নাই, তামিলনাড়ু ৫৮.৫৬ ২৮ (এনআইআরএফ র‍্যাঙ্ক)
পরিকাঠামো এবং সু্যোগ-সুবিধা:
এই কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলি বিস্তৃত সুবিধা প্রদান করে যা শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি নিশ্চিত করে।
• এই কলেজগুলিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের নির্দেশনা ও গাইডিংয়ের উদ্দেশ্যে বিস্তৃত শ্রেণীকক্ষ এবং লেকচার ক্লাসরুম প্রদান করে।
advertisement
• বই, জার্নাল এবং ডিজিটাল রিসোর্সের বিচিত্র সংগ্রহ সহ বিস্তৃত লাইব্রেরির পরিকাঠামো রয়েছে এই সব কলেজে।
• বিভিন্ন শাখার জন্য বিশেষ ভাবে নির্মিত গবেষণা কেন্দ্র।
• শিল্প এবং গবেষণা সংস্থার সহযোগিতার সুযোগ।
• স্পোর্টস কমপ্লেক্স এবং বিভিন্ন ইনডোর এবং আউটডোর খেলার সুবিধা।
• অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম
• হেলথ ক্লিনিক বা চিকিৎসা কেন্দ্র।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Best Engineering Colleges of India: IIIT-NIT ছাড়া ভারতের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোনগুলো? দেখে নিন তালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement