Bengal Education: বাংলার জয়জয়কার, সর্বভারতীয় JAM ও GATE পরীক্ষায় অসাধারণ সাফল্য রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের

Last Updated:

Bengal Education: গ্যাজুয়েট অপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং ও জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স দুই  সর্বভারতীয় পরীক্ষায় দারুণ সাফল্য রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের।

জ্যাম ও গেট ২ সর্বভারতীয় স্তরের পরীক্ষায় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সাফল্য
জ্যাম ও গেট ২ সর্বভারতীয় স্তরের পরীক্ষায় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সাফল্য
 হাওড়া: JAM ও GATE  সর্বভারতীয় পরীক্ষায় দারুণ সাফল্য রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের। জ্যম, এই পরীক্ষায় জীববিদ্যা রসায়ন পদার্থবিদ্যা ও গণিত চার বিষয়েই সফলতা। সদ্য ফল প্রকাশ জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স।
একই সঙ্গে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং – ফল প্রকাশ হয়। বায়োটেকনোলজি, রসায়ন, অর্থনীতি, জিয়োলজি, গণিত, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সে-সহ মোট সাতটি বিষয়ে পরীক্ষা দিয়ে থাকে পড়ুয়ারা। সেখানেও রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দারুণ সাফল্য।
দু’টি পরীক্ষাই সর্বভারতীয় স্তরের। এই সমস্ত পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন আইআইটি, আইআইআইটি এবং এনআইটি এর বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর প্রবেশিকা প্রতি বছর আয়োজন করা হয়। জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স। চলতি বছরের পরীক্ষা হয় ২ রা ফেব্রুয়ারি। মূলত এই পরীক্ষায় অংশগ্রহণ করে কম্পিউটারের মাধ্যমে।
advertisement
advertisement
আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করবেন? ফর্ম পূরণের সময় কী কী নথি লাগবেই জানেন তো? জরুরি খবর জানুন
দুটি পরীক্ষাতেই দারুণ সাফল্য রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের। জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স ২০২৫  এ রসায়ন বিষয়ে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের শুভন ঘোষ। প্রথম স্থানের পর সাফল্য আসে একাদশ তম স্থানে। একাদশতম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সায়ন ধাড়া। তারপর ৫৪, ৬০, ৬৪, ৯২, ১১৩ এবং ১২৩ তম স্থানে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পড়ুয়ারা।
advertisement
এছাড়া বায়োলজিক্যাল সায়েন্সে সর্বভারতীয় স্তরে চতুর্থ এবং একাদশ স্থান। চতুর্থ স্থানে সোহম রাজ মাইতি এবং একাদশ স্থানে মনসিজ জ্যোতি। এ ছাড়াও ৪৯ তম স্থানে প্রিয়াংশু মিশ্র, ৫৯ তম স্থানে রণদীপ দত্ত,  ১১৩ তম স্থানে সাগ্নিক রায়। পদার্থবিদ্যায়ও সাফল্য, পদার্থবিদ্যায় ৫ ম স্থানে রয়েছে নীতীশ হালদার। ২৭ তম স্থানে অর্পন গিরি। এ ছাড়াও ৫৪ তম স্থানে প্রিয়ব্রত ভট্টাচার্য।
advertisement
গণিতে সাফল্য, ৮৭ তম স্থানে রিচিক সামন্ত এবং ১০৭ তম স্থানে সংকেত দত্ত।
আরও পড়ুন: ৯ মাস ধরে মহাকাশে সুনীতার সঙ্গী, বুচ উইলমোর নভশ্চর হওয়ার আগে কী করতেন জানেন? জানলে অবিশ্বাস্য মনে হবে!
আরও জানা যায়, সর্বভারতীয় স্তরে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরে প্রবেশিকা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ গেট। পরীক্ষা হয় চলতি বছরের ১, ২, ১৫ এবং ১৬ ই ফেব্রুয়ারি। একমাস পর বুধবার ১৯ শে মার্চ পরীক্ষার ফল ঘোষিত হয়। এখানেও মাইক্রোবায়োলজি বিষয়ের সর্বভারতীয় স্তরে চতুর্থ এবং ২০তম স্থানে রয়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়া প্রিয়াংশু মিশ্র এবং মনসিজ জ্যোতি। অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিষয়ের ক্ষেত্রে ৭৫ তম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের নিলয় মাইতি।
advertisement
পড়ুয়াদের সাফল্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং  বিদ্যামন্দিরের সকলে অত্যন্ত আনন্দিত।
রাকেশ মাইতি জ্যম পরীক্ষায় গতবারের তুলনায় আরও বেশি সাফল্য এবার। এই পরীক্ষায় জীববিদ্যা রসায়ন পদার্থবিদ্যা ও গণিত চার বিষয়েই সফলতা। সদ্য ফল প্রকাশ জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স। একি সঙ্গে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ হয়। বায়োটেকনোলজি, রসায়ন, অর্থনীতি, জিয়োলজি, গণিত, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সে সহ মোট সাতটি বিষয়ে পরীক্ষা দিয়ে থাকে পড়ুয়ারা। সেখানেও বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পড়ুয়াদের দারুন সাফল্য।
advertisement
দুটি পরীক্ষাই সর্বভারতীয় স্তরের। এই সমস্ত পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন আইআইটি, আইআইআইটি এবং এনআইটি এর বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর প্রবেশিকা প্রতি বছর আয়োজন করা হয়। জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)-এর। চলতি বছরের পরীক্ষা হয় গত ২ রা ফেব্রুয়ারি। পরীক্ষার আয়োজনের দায়িত্বে ছিল আইআইটি দিল্লি। মূলত এই পরীক্ষায় অংশগ্রহণ করে কম্পিউটারের মাধ্যমে।
advertisement
সংশ্লিষ্ট পরীক্ষাতেই তাকলাগানো ফলাফল বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের। জয়েন্ট এডমিশন টেস্ট ফর মাস্টার্স ২০২৫ এ রসায়ন বিষয়ে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের শুভন ঘোষ। প্রথম স্থানের পর সাফল্য আসে একাদশ তম স্থানে। একাদশতম স্থানে রয়েছে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সায়ন ধাড়া। তারপর ৫৪, ৬০, ৬৪, ৯২, ১১৩ এবং ১২৩ তম স্থানে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পড়ুয়ারা।
এছাড়া বায়োলজিক্যাল সায়েন্সেস ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে চতুর্থ এবং একাদশ স্থানে রয়েছে সোহম রাজ মাইতি এবং মনসিজ জ্যোতি। এ ছাড়া, ৪৯ তম স্থানে প্রিয়াংশু মিশ্র, ৫৯ তম স্থানে রণদীপ দত্ত, ১১৩ তম স্থানে সাগ্নিক রায়।
এছাড়াও পদার্থবিদ্যায়ও সাফল্য, পদার্থবিদ্যায় ৫ ম স্থানে রয়েছে নীতীশ হালদার। ২৭ তম স্থানে অর্পন গিরি। এ ছাড়াও ৫৪ তম স্থানে প্রিয়ব্রত ভট্টাচার্য।
গণিতে সাফল্য, ৮৭ তম স্থানে রিচিক সামন্ত এবং ১০৭ তম স্থানে সংকেত দত্ত।
আরও জানা যায়, সর্বভারতীয় স্তরে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরে প্রবেশিকা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ গেট। পরীক্ষা হয় চলতি বছরের ১, ২, ১৫ এবং ১৬ ই ফেব্রুয়ারি। একমাস পর বুধবার ১৯ শে মার্চ পরীক্ষার ফল ঘোষিত হয়। এখানেও মাইক্রোবায়োলজি বিষয়ের সর্বভারতীয় স্তরে চতুর্থ এবং ২০তম স্থানে রয়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়া প্রিয়াংশু মিশ্র এবং মনসিজ জ্যোতি। অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিষয়ের ক্ষেত্রে ৭৫ তম স্থানে রয়েছে প্রতিষ্ঠানের পড়ুয়া নিলয় মাইতি।
পড়ুয়াদের সাফল্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিদ্যামন্দিরের সকলে অত্যন্ত আনন্দিত।
রাকেশ মাইতি 
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bengal Education: বাংলার জয়জয়কার, সর্বভারতীয় JAM ও GATE পরীক্ষায় অসাধারণ সাফল্য রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement