BEL Recruitment 2021: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অধীনে চলছে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানুন
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
BEL Recruitment 2021: প্রতিষ্ঠানের তরফে মোট ১২টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
#কলকাতা: সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে bel-india.in গিয়ে খোঁজ নিতে পারেন।
BEL Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৮ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই bel-india.in আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা প্রার্থীদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
BEL Recruitment 2021: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১২টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
সিনিয়র ইঞ্জিনিয়ার ই-৩: ১০টি পদ
ডেপুটি ম্যানেজার ই-৪: ২টি পদ
ইচ্ছুক প্রার্থীরা বয়সসীমা, বেতনক্রম, কাজের স্থান ইত্যাদি বিষয়ে জানতে এই লিঙ্কটি https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=final%20Web%20Adv%20ENG-16-11-2021.pdf ব্যবহার করতে পারেন।
advertisement
BEL Recruitment 2021: আবেদনের যোগ্যতা
সিনিয়র ইঞ্জিনিয়ার ই-৩: ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ মেকানিক্যাল/ টেলিকমিউনিকেশন/ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম বি.ই/ বি.টেক/ এম.ই/ এম.টেক ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা আবেদনের যোগ্য।
advertisement
ডেপুটি ম্যানেজার ই-৪: ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ মেকানিক্যাল/ টেলিকমিউনিকেশনে ফুল টাইম বি.ই/ বি.টেক/ এম.ই/ এম.টেক ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা আবেদনের যোগ্য।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited)
পদের নাম: সিনিয়র ইঞ্জিনিয়ার ই-৩, ডেপুটি ম্যানেজার ই-৪
advertisement
শূন্য পদের সংখ্যা: ১২
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৮.১২.২০২১
BEL Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে প্রথমে শর্টলিস্ট করা হবে, তার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।
BEL Recruitment 2021: আবেদন ফি
অসংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
Location :
First Published :
November 20, 2021 2:20 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
BEL Recruitment 2021: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অধীনে চলছে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানুন