হোম /খবর /চাকরি ও শিক্ষা /
ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন...

Bank of Baroda Recruitment 2021|| ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন...

ব্যাঙ্কে নিয়োগ।

ব্যাঙ্কে নিয়োগ।

Bank of Baroda Recruitment 2021 Apply soon: প্রার্থীদের আগামী ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেভেলপার (Developer) এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

শূন্যপদের বিস্তারিত বিবরণ:

শূন্যপদসংখ্যা 
কোয়ালিটি অ্যাসিওরেন্স লিড
কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার১২
ডেভেলপার (ফুল স্টক জাভা)১২
ডেভেলপার (মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট)১২
ইউআই/ ইউএক্স ডিজাইনার
ক্লাউড ইঞ্জিনিয়ার
অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট
এন্টারপ্রাইজ আর্কিটেক্ট
টেকনোলজি আর্কিটেক্ট
ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেক্ট
ইন্টিগ্রেশন এক্সপার্ট

আরও পড়ুন: দারুন খবর! শীঘ্রই প্রচুর পদে শিক্ষক নিয়োগ, আবেদন গ্রহণ চলছে, জানুন বিশদে...

শিক্ষাগত যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/advertisement-it-professionals-final-07-24.pdf

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)
পদের নামকোয়ালিটি অ্যাসিওরেন্স লিড, কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার, ডেভেলপার (ফুল স্টক জাভা), ডেভেলপার (মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট)
শূন্যপদের সংখ্যা৫২
কাজের স্থানভারত
কাজের ধরনসরকারি কাজ
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন২৮.১২.২০২১

নির্বাচন পদ্ধতি:

প্রার্থীদের JMGS-I, MMGS-II এবং MMGS-III পদে নিয়োগের জন্য অনলাইন পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য পদের জন্য বাছাই করা প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে।

আরও পড়ুন: ফরেস্ট গার্ড পদে প্রচুর নিয়োগ করবে সরকার, দেরি না করে আজই আবেদন করুন...

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Bank Of Baroda, Recruitment 2021