Army Agnipath Recruitment 2022: অগ্নিবীর পদে নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল! রইল আবেদনের পদ্ধতি
- Published by:Suman Majumder
Last Updated:
Army Agnipath Recruitment 2022: ভারতীয় সেনায় অগ্নিবীর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু।
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর http://joinindianarmy.nic.in/ গিয়ে খোঁজ নিতে পারেন।
Army Agnipath Recruitment 2022: আবেদনের তারিখ
গত ২০ জুন, ২০২২ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ১ জুলাই, ২০২২ থেকে। প্রার্থীদের ARO দ্বারা সংশ্লিষ্ট পদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- CSL Recruitment 2022: শিপইয়ার্ড লিমিটেডের অধীনে ১০৬ পদে নিয়োগ! আবেদনের শেষ তারিখ ৮ জুলাই
অগাস্ট ২০২২ দ্বিতীয় সপ্তাহে রিক্রুটমেন্ট র্যালি:
কম্বাইন্ড এন্ট্রান্স এক্সাম (প্রথম ব্যাচ)- ১৬ অক্টোবর, ২০২২ এবং ১৩ নভেম্বর, ২০২২
কম্বাইন্ড এন্ট্রান্স এক্সাম (দ্বিতীয় ব্যাচ)- জানুয়ারী ২০২৩
প্রথম ব্যাচের প্রশিক্ষণের জন্য রিপোর্ট করার দিনক্ষণ- ডিসেম্বর ২০২২
advertisement
দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের জন্য রিপোর্ট করার দিনক্ষণ - ফেব্রুয়ারি ২০২৩
জুলাই মাসে যে সকল প্রার্থীরা আবেদন করবেন, তাঁদের জুলাই মাসেই অনুষ্ঠিত রিক্রুটমেন্ট র্যালিতে অংশগ্রহণ করতে হবে।
যে সকল প্রার্থীরা অগ্নিপথ যোজনার মাধ্যমে সেনাবাহিনীতে নাম লেখাতে আগ্রহী, তাঁরা ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in-এ নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: | ভারতীয় সেনাবাহিনী (Indian Army) |
পদের নাম: | অগ্নিপথ প্রকল্পের আওতাধীন অগ্নিবীর |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ: | ০১.০৭.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
Army Agnipath Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in যেতে হবে।
হোমপেজে, ‘অগ্নিপথ’ ট্যাবে ক্লিক করতে হবে।
একটি নতুন পেজ খুলবে, সেখানে ‘Registration’ লিঙ্কে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন করাতে হবে।
রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অ্যাকাউন্ট লগ-ইন করে সমস্ত ডকুমেন্ট-সহ আবেদন করতে হবে
আবেদন ফি প্রদান করতে হবে।
advertisement
ফর্ম জমা দিতে হবে।
ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্ট-আউট করে নিতে হবে।
ভারতীয় সেনাবাহিনীর তরফে আরও জানানো হয়েছে যে, অগাস্টের র্যালির জন্য অগ্নিবীরদের নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এই সংক্রান্ত ৩০ জুন, ২০২২ তারিখে সেনাবাহিনীর ট্যুইটারে একটি সরকারি নিয়োগের ক্যালেন্ডারও আপলোড করা হয়েছিল।
Location :
First Published :
July 02, 2022 5:30 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Army Agnipath Recruitment 2022: অগ্নিবীর পদে নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল! রইল আবেদনের পদ্ধতি