AI Education West Bengal: AI-এর দুনিয়া, স্বল্প খরচে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিষয়ক কোর্স করাচ্ছে রামকৃষ্ণ মিশন! অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
AI Education in West Bengal: সাংবাদিকতায় কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার বিষয়ে কোর্স বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে, সামান্য খরচে তিন মাস সময়ের সপ্তাহে দু'দিন অনলাইন কোর্স। জানুন বিশদে...
হাওড়া: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিষয়ে কোর্স! কোর্স চালু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হতে শুরু করেছে বিশ্বজুড়ে। আগামী দিনে এর ব্যবহার হবে সর্বত্র, তা আর বলার অপেক্ষা রাখে না। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অতিব প্রয়োজনীয় একটি দিক হয়ে উঠেছে। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কারণে বহু মানুষ কর্ম হারা হওয়ার আশঙ্কা। অন্যদিকে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজের সুবিধার রয়েছে অগাধ।
advertisement
আরও পড়ুন: নামমাত্র ফি দিয়ে চাকরির কোর্স, ভবিষ্যৎ গড়তে ITI-এর কোন কোর্সটি সেরা? জানুন বিশদে
সেই দিক থেকে যুগের সঙ্গে তাল মিলিয়ে সংযোজিত হতে পারলে পদোন্নতি প্রায় নিশ্চিত। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার জানলে বেশি লাভবান হওয়ার দিকও রয়েছে। সংবাদমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিষয়ে অল্প খরচে স্বল্প মেয়াদী কোর্স বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে।
advertisement
advertisement
পাঠক্রমটির নাম দেওয়া হয়েছে ‘এআই ইন জার্নালিজম ফিউচার অফ নিউজ।’ সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কীভাবে ভবিষ্যতে এই ক্ষেত্রের পট পরিবর্তন করবে তারই খুঁটিনাটি পড়ানো হবে এই কোর্সে। তিন মাসের এই কোর্সের সম্পূর্ণ ক্লাস অনলাইন মাধ্যমে। চলতি বছরে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘জেনারেল টিকিট কেটে AC বগিতে ঠান্ডা হাওয়া খাচ্ছেন’! ধরে ফেলতেই উল্টে চাকরি গেল টিটিই-র, হিমগিরি এক্সপ্রেসে অবিশ্বাস্য ঘটনা
সপ্তাহে দু’দিন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যায় অনলাইনে ক্লাস। কোর্স ফি ৫০০০ টাকা। দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ ভর্তির জন্য আবেদন করতে পারবে। পাঠক্রমে থাকবে জার্নালিজমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্বয়ংক্রিয় কনটেন্ট তৈরি, খবর সংগ্রহের জন্য বিভিন্ন এআই টুলের ব্যবহার, অডিয়েন্স ডেভেলপমেণ্ট, ফ্যাক্ট চেকিং, মাল্টিমিডিয়া ও ইনভেস্টিগেটিভ জার্নালিজমে এআইয়ের ব্যবহারের মতো নানান প্রাসঙ্গিক বিষয়।
advertisement
মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এআই। এবার সেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কীভাবে সাংবাদিকতায় ব্যবহৃত হবে তা নিয়ে কোর্স চালু করছে বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দির।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 1:58 PM IST