Inspiration: কৈশোরেই বিয়ে ও সন্তান, কৃষিমজুরের কাজ করে রসায়নে গবেষণা সম্পূর্ণ তরুণীর

Last Updated:

Inspiration: বিবাহিত জীবনে সংসারের চাপে, দায়িত্বের ভারেও মরে যায়নি তাঁর পড়াশোনার ইচ্ছে

বিবাহিত জীবনে সংসারের চাপে, দায়িত্বের ভারেও মরে যায়নি তাঁর পড়াশোনার ইচ্ছে
বিবাহিত জীবনে সংসারের চাপে, দায়িত্বের ভারেও মরে যায়নি তাঁর পড়াশোনার ইচ্ছে
কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে করতেই রসায়নে গবেষণা সম্পূর্ণ করলেন সাকে ভারতী৷ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় নাগুলাগুড়ম গ্রামের এই বাসিন্দা তাক লাগিয়ে দিয়েছেন তাঁর দৃঢ়তা এবং পরিশ্রমে৷ দরিদ্র পরিবারের এই সন্তানের সামনে আশৈশব শিক্ষার সুযোগ ও পরিসর ছিল কম৷ তিন সন্তানের মধ্যে সবথেকে বড় সাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছেন স্কুলে৷ এর পরই অভাবী সংসারের এই কন্যাসন্তানের বিয়ে হয়ে যায় তাঁর মামার সঙ্গে৷ যা তাঁদের সংস্কৃতিতে খুবই পরিচিত রীতি৷
বিয়ের পর কিছু বছরের মধ্যেই মা হলেন এই তরুণী৷ কিন্তু বিবাহিত জীবনে সংসারের চাপে, দায়িত্বের ভারেও মরে যায়নি তাঁর পড়াশোনার ইচ্ছে৷ কিন্তু তাঁর স্বপ্নপূরণের সাধ্য ছিল না সংসারের৷ বাধ্য হয়ে চাষের মাঠে শ্রমিকের কাজ নিলেন তিনি৷ স্ত্রী এবং মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি এগিয়ে নিয়ে গেলেন উচ্চশিক্ষা৷ রসায়নে স্নাতক ও স্নাতকোত্তরের পর সম্পূর্ণ করলেন গবেষণা৷
advertisement
রোজ কাকভোরে ওঠেন ঘুম থেকে৷ ঘর গৃহস্থালির কাজ সেরে পৌঁছন গ্রাম থেকে ৩০ কিলোমিটার দূরের কলেজে৷ দীর্ঘ মাইল পথ পাড়ি দিয়ে তার পর পান কলেজে পৌঁছনর বাস৷ ফেরার সময়েও সঙ্গী পথশ্রম৷ কিন্তু শ্রান্তি ভুলে তৃপ্তি হাসি ফুটে ওঠে তাঁর ঠোঁটে যখন এসে পৌঁছয় পিএইচডি-র শংসাপত্র
advertisement
advertisement
সংবাদমাধ্যমে সাকে জানিয়েছেন তাঁর সংকল্প পূরণে পাশে ছিলেন স্বামী৷ উৎসাহ দিয়েছেন, সমর্থন করেছেন স্ত্রীর উচ্চশিক্ষার স্বপ্নকে৷ পিএইচডি সম্পূর্ণ করার পর সাকে বলেছেন ‘‘আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাই৷ ছোটবেলাতেই অনুভব করেছিলাম শিক্ষাই পারে মানুষের জীবনে উল্লেখযোগ্য তাৎপর্য বয়ে আনতে৷ সেই অনুভবই আমাকে উচ্চশিক্ষার পথে নিয়ে গিয়েছে সংসারে অভাব সত্ত্বেও৷ পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে৷ উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপও যথেষ্ট সাহায্য করেছে আমাকে৷’’
advertisement
তাঁর স্বামীও পেশায় ভূমিহীন কৃষিমজুর৷ জানিয়েছেন উচ্চশিক্ষায় স্ত্রীর সাফল্যে তিনি খুশি৷ ‘‘ওর ইচ্ছে ছিল জীবনে বড় কিছু করার এবং শেষ পর্যন্ত সেটা ও করতে পেরেছে৷’’ বলছেন গর্বিত স্বামী৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Inspiration: কৈশোরেই বিয়ে ও সন্তান, কৃষিমজুরের কাজ করে রসায়নে গবেষণা সম্পূর্ণ তরুণীর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement