অবসরের পরেও ১০ বছর ধরে বিনা পারিশ্রমিকে ক্লাস নিয়ে চলেছেন, কেন করছেন এমন স্বপ্না ম্যাম?  

Last Updated:

প্রায় ২৬ বছর ধরে শিক্ষকতা করেছেন স্কুলের শিক্ষিকা হিসেবে। অংক এবং ভৌতবিজ্ঞান বিষয়ের ক্লাস নেন তিনি। তবে ২০১৫ সালে শিক্ষিকা হিসাবে অবসর নেওয়ার পর ছাড়েননি স্কুল।

+
কমলাবাড়ি

কমলাবাড়ি উচ্চ বিদ্যালয়

মালদহ, জিএম মোমিন: বয়স হয়েছে ৭০ ঊর্ধ্ব, শিক্ষকতা জীবন থেকে অবসর নিয়েছেন প্রায় দশ বছর আগেই। তবে আজও অটুট শিক্ষাদানের আগ্রহ। অবসরের পরও ছাত্র-ছাত্রীদের ভালবাসার টানে নিস্বার্থে নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন মালদহের ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বপ্না ঘোষ রায়। ১৯৮৯ সালে স্কুলে যোগদানের পর প্রায় ২৬ বছর ধরে শিক্ষকতা করেছেন এই স্কুলের শিক্ষিকা হিসেবে।
অঙ্ক এবং ভৌত বিজ্ঞান বিষয়ের ক্লাস নেন তিনি। তবে ২০১৫ সালে শিক্ষিকা হিসাবে অবসর নেওয়ার পর ছাড়েননি স্কুল। বিদায় সংবর্ধনার পরেরদিন থেকেই জারি রাখেন স্কুল। ছাত্র-ছাত্রীদের প্রতি ভালবাসা এবং পোড়ানোর আগ্রহ নিয়ে প্রতিদিন সময়ের মধ্যে অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মত নিয়মিত হাজির হন স্কুলে। অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্বপ্না ঘোষ রায় জানান, “ছেলে-মেয়েদের প্রতি ভালবাসার টানে প্রতিদিন স্কুল আসতে ইচ্ছে করে। তাই অবসরের পরের দিন থেকেই বিনা পারিশ্রমিকে নিজ খরচে স্কুলে এসে ছেলেমেয়েদের পড়ায়, ভাল লাগে।’
advertisement
advertisement
এক স্কুল ছাত্রী পূর্ণিমা ঘোষ জানান, “প্রতিদিনই নিয়মিত ক্লাসে আসেন স্বপ্না ম্যাম। বয়স হলেও ভালভাবে পড়াতে পারছেন তিনি। কঠিন অংককে সহজে বুঝিয়ে দেন। ম্যামের ক্লাস করতে ভালই লাগে।”
advertisement
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান জানান, “শিক্ষক সমাজের জন্য এটি একটি বিরল দৃষ্টান্ত। প্রায় ১০ বছর ধরে বিনা পারিশ্রমিক নিজের ব্যক্তিগত খরচ করে স্কুলে এসে পড়াচ্ছেন তিনি। উনার এমন চিন্তাভাবনা সত্যি অবাক করে।”
বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে দেখা দেয় শিক্ষাদানে সার্থকতা। আজও বহু নামিদামি সরকারি স্কুলে বেতন পেয়েও অলসতা দেখা দেয় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। তবে মালদহের এই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকার এমন কর্মকাণ্ড নজর কেড়েছে সকলের।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
অবসরের পরেও ১০ বছর ধরে বিনা পারিশ্রমিকে ক্লাস নিয়ে চলেছেন, কেন করছেন এমন স্বপ্না ম্যাম?  
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement