Education Opportunity: এই কোর্সেই খুলবে ভাগ্য! মাধ্যমিক পাশ করলেই মিলবে প্রশিক্ষণ নেবার সুযোগ, জানুন বিস্তারিত

Last Updated:

Education Opportunity: বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি হল গাছপালার কাণ্ড, পাপড়ি, মুকুল ইত্যাদির টিস্যু সংগ্রহ করতে হবে। তারপর কৃত্রিম উপায়ে সেই টিস্যু থেকে চারা উৎপাদনের নানাবিধ কৌশলই শেখানো হবে।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
কোচবিহার: বর্তমান সময় বিভিন্ন প্রচলিত কোর্সের বাইরে বেশ কিছু সার্টিফিকেট না থাকলে লাভ নেই। তাই ইতিমধ্যেই বেশ কিছু নতুন বিষয়ে কোর্স শুরু করা হয়েছে কলেজ থেকে বিশ্ব বিদ্যালয় সর্বত্র। এই রকমই একটি বিষয় নিয়ে স্বল্প মেয়াদি সার্টফিকেট কোর্স শুরু হতে চলেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মধ্যে এই কোর্স সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কোর্সের বিষয়: বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি হল ‘সার্টিফিকেট কোর্স কাম ট্রেনিং অন প্ল্যান্ট টিস্যু কালচার টেকনিক’। গাছপালার কাণ্ড, পাপড়ি, মুকুল ইত্যাদির টিস্যু সংগ্রহ করতে হবে। তারপর কৃত্রিম উপায়ে সেই টিস্যু থেকে চারা উৎপাদনের নানাবিধ কৌশলই শেখানো হবে।
কোর্সের মোট সময় ও খরচ: কোর্সটির মোট মেয়াদ থাকতে চলেছে তিন মাস পর্যন্ত। আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মে পর্যন্ত চলবে এই কোর্সের প্রশিক্ষণ। এই কোর্সের মোট খরচ বা ফি রাখা হয়েছে ১৫,০০০ টাকা।
advertisement
advertisement
আবেদনের জন্য যোগ্যতা: এই কোর্সে ভর্তির আবেদন জানাতে পারবেন বিভিন্ন স্টার্ট আপ সংস্থা থেকে শুরু করে ভবিষ্যৎ উদ্যোক্তারা। এছাড়া আবেদন জানতে পারবেন উচ্চশিক্ষিত ব্যক্তিরাও। তবে আবেদনকারীদের অন্য কোন ডিগ্রির দরকার নেই। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই ভর্তি হতে পারবেন এই কোর্সে।
advertisement
কোর্সের অন্যান্য বিষয়: কোর্স শুরু হওয়ার পর প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচদিন প্রশিক্ষণ দেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে এই কোর্সের প্রশিক্ষণ। পড়ুয়াদের মূল্যায়নের জন্য থাকছে বিশেষ পরীক্ষারও আয়োজন। তবে প্রশিক্ষণে উপস্থিতির হার ৯০ শতাংশ না থাকলে সার্টিফিকেট প্রদান করা হবে না পড়ুয়াদের।
advertisement
আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ দিন: এই কোর্সে আগ্রহী ব্যক্তিদের বিজ্ঞপ্তিতে প্রদান করা ফরম্যাট অনুযায়ী আবেদন জানতে হবে। আবেদন পত্র এবং গুরুত্বপূর্ন অন্যান্য নথি পাঠিয়ে কোর্সের জন্য আবেদন জানাতে হবে। কোর্সের জন্য আবেদন জানানোর শেষ তারিখ ১৮ই ফেব্রুয়ারি। তারপর আবেদনকারীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করে এই কোর্সে ভর্তি নেওয়া শুরু করা হবে।
advertisement
অফিসিয়াল ওয়েবসাইট লিংক: https://www.ubkv.ac.in/
নোটিশ লিংক: https://www.ubkv.ac.in/news/certificate-course-cum-training-on-plant-tissue-culture-technique-from-26-02-2024-to-27-05-2024/
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education Opportunity: এই কোর্সেই খুলবে ভাগ্য! মাধ্যমিক পাশ করলেই মিলবে প্রশিক্ষণ নেবার সুযোগ, জানুন বিস্তারিত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement