করোনার পরে সরকারি স্কুলে বেড়েছে পড়ুয়ার সংখ্যা, নতুন তথ্যে আশার আলো

Last Updated:

তবে বেসরকারি স্কুলে চেহারাটা অন্য৷ সেখানে কমেছে পড়ুয়াদের সংখ্যা৷ কেন সেই পরিস্থিতি, তা যদিও স্পষ্ট নয়৷

#নয়াদিল্লি: করোনার পরে সরকারি স্কুলে পড়ুয়াদের অংশগ্রহণ বেড়েছে৷ সম্প্রতি এমনই এক পরিসংখ্যান এসেছে প্রকাশ্যে৷ শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের অংশগ্রহণ নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে৷ সোমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী একটি সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন৷ করোনার সময় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল৷ সেই সময় স্কুল ছুটের সংখ্যা বাড়ছিল৷ কিন্তু সেই পরিস্থিতি কাটিয়ে সরকারি স্কুলে বেড়েছে পড়ুয়ার সংখ্যা৷
তবে বেসরকারি স্কুলে চেহারাটা অন্য৷ সেখানে কমেছে পড়ুয়াদের সংখ্যা৷ কেন সেই পরিস্থিতি, তা যদিও স্পষ্ট নয়৷ লোকসভা একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কেন্দ্রীয় জেলা-শিক্ষা তথ্য সমন্বয় ব্যবস্থা৷ সেই ব্যবস্থার তথ্যে সংগ্রহ করা হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে৷ সেই তথ্যে দেখা গিয়েছে ২০১৯-’২০ শিক্ষা বর্ষে দেশে পড়ুয়াদের শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহণের পরিমাণ ছিল ১৩.০৯ কোটি, ২০২০-’২১-এ সেটি দাঁড়িয়েছে ১৩.৪৯ কোটিতে, তার পর ২০২১-’২২-এ সংখ্যাটি অনেকটা বেড়ে হয়েছে ১৪.৩২ কোটি৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে
বেসরকারি স্কুলের অবস্থা কিন্তু আগের থেকে খারাপ হয়েছে৷ বেসরকারি স্কুলের হিসাবে ২০২১-’২২ সালে স্কুল নথিভুক্তিকরণের পরিমাণ হয়েছে ৮.৮২ কোটি, ২০২০-’২১ সালে তা ছিল ৯.৫১ কোটি আর ২০১৯-’২০ সালে তা ছিল ৯.৮২ কোটি৷ ফলে সেই হিসাবে পড়ুয়ার সংখ্যা কমতেই থেকেছে৷
advertisement
ছাত্র-শিক্ষক অনুপাত নিয়েও প্রশ্নের জবাব দিয়েছেন মন্ত্রী৷ তিনি বলেছেন, ‘‘সারা দেশে ক্রমাগত বিপুল অবসর গ্রহণের হার, ইস্তফা দেওয়ার মতো একাধিক কারণে শিক্ষকের ঘাটতি দেখা দিচ্ছে৷ নতুন স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ছে, যে কারণে বাড়ছে শিক্ষকের চাহিদাও৷ শিক্ষক নিয়োগ একটি ক্রম-পরিবর্তনময় প্রক্রিয়া৷ সেই কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে বলা হচ্ছে, তাঁরা যেন নিয়মিত শিক্ষর নিয়োগের কাজ চালিয়ে যেতে থাকে৷’’
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
করোনার পরে সরকারি স্কুলে বেড়েছে পড়ুয়ার সংখ্যা, নতুন তথ্যে আশার আলো
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement