Admission Test After HS: উচ্চমাধ্যমিকের পর ভর্তি নিয়ে দুশ্চিন্তা? কী নিয়ে পড়াশোনা করলে ভাল, ভবিষ্যৎ সুরক্ষিত করার টিপস
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Admission Test After HS: কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, তা সবিস্তারে বর্ণনা করলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির ভারপ্রাপ্ত শিক্ষক বিজন কুমার ষড়ঙ্গী।
পশ্চিম মেদিনীপুর: ইতিমধ্যেই ফলপ্রকাশ হয়েছে উচ্চমাধ্যমিকের। স্বাভাবিকভাবে প্রতিটি ছাত্রছাত্রী এখন স্নাতক স্তরে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ আবার বিভিন্ন ক্ষেত্রে ভর্তিও হয়ে গিয়েছেন। তবে অধিকাংশ ছেলেমেয়ের মধ্যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, বা কোন বিষয় নিয়ে এগোলে ভবিষ্যতে চাকরি পাওয়া যাবে, তা নিয়ে বেশ সংশয় থাকে। কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, তা সবিস্তারে বর্ণনা করলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির ভারপ্রাপ্ত শিক্ষক বিজন কুমার ষড়ঙ্গী।
মাধ্যমিক দেওয়ার পর ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের বিষয় বেছে নেয়। বিজ্ঞান বিভাগে পড়া ছাত্রছাত্রীরাদের প্রাথমিক পছন্দে থাকে মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং। তবে মেনস্ট্রিমে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা মূলত শিক্ষকতা, ডব্লুবিসিএস অথবা অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজের পথ বেছে নেয়। তবে উচ্চমাধ্যমিক দেওয়ার পর কোন বিষয় নিয়ে পড়লে চাকরি ক্ষেত্রে এগোনো যাবে, তা তাঁরা ঠিক করতে পারেন না অনেক ক্ষেত্রে। সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিলেন শিক্ষক।
advertisement
advertisement
যারা বিজ্ঞান বিভাগে পড়ে, তবে মেনস্ট্রিম ক্ষেত্রে পড়াশোনা করতে চায় তারা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত কিংবা জীববিদ্যার ক্ষেত্রে বিভিন্ন দিকে যেতে পারে। যাঁরা কমার্স বিষয়ে পড়াশোনা করেন, তাঁদের ক্ষেত্রে স্ট্যাটিসটিক, চাটার্ড অ্যাকাউন্টেন্ট-সহ একাধিক ক্ষেত্রে পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে সুযোগ রয়েছে।
advertisement
এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রী কলাবিভাগে পড়াশোনা করেন, তাঁদের কাছে ইতিহাসের কিউরেটর, মিউজিয়ামের দায়িত্ব কিংবা শিক্ষকতা-সহ একাধিক ক্ষেত্রে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও ম্যানেজমেন্টের একাধিক দিকে পড়াশোনা করলে ভবিষ্যৎ পথ সুগম হতে পারে।
তবে ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে কোন বিষয় নিয়ে পড়তে চান, ভবিষ্যতে কী হতে চায়, তা স্থির করে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া প্রয়োজন। যার ফলে তাঁদের কাছে পড়াশোনা এবং ভবিষ্যতের দিন সুবিধার হবে।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 06, 2024 2:22 PM IST







