APPAR Card: আধার নয়, এবার ছাত্রছাত্রীদের করাতে হবে 'আপার' কার্ড! চালু হচ্ছে আইডি নম্বর
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এবার সারা দেশের ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হতে চলেছে বিশেষ আইডি নম্বর, সেই আইডিতেই পাওয়া যাবে ছাত্র বা ছাত্রীর সমস্ত তথ্য, এই কার্ড যেমন ছাত্র-ছাত্রীদের সহায়ক হয়ে উঠবে তেমনি কম হবে শিক্ষা ব্যবস্থায় নানা দুর্নীতির মত সমস্যা
হাওড়া: ভারতীয় শিক্ষা ব্যবস্থায় চালু হতে চলেছে নতুন একটি কার্ড! যে কার্ড শিশুর শৈশব জীবন থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য একটি আইডি কার্ডের মাধ্যমে সংরক্ষণ থাকবে। দেশের প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য ওই কার্ডের আলাদা নাম্বার থাকবে। ‘অপার আইডি’ কার্ড চালু হতে চলেছে ভারতীয় শিক্ষা ব্যবস্থায়। APAAR এর পূর্ণ ‘অটোমেটিক পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি’। খুব সহজে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সংক্রান্ত ডাটা এই কার্ডের মাধ্যমে উপলব্ধ হবে যে কোন সময়। ডিজিটাল এই কার্ড চালু হল অনেকটাই ঝঞ্জাট মুক্ত হবে ছাত্র-ছাত্রী।
আরও পড়ুন- ১৫০ কেজি! দুপুর হলেই রোদে এসে প্রেম করত এই ‘অজগর জুটি’? তার পর যা হল…!
বর্তমান সময়ে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র থেকে মানপত্র সমস্ত কিছুই হতে চলেছে বার্ত। এক কথায়, ছাত্র-ছাত্রীর সমস্ত ডাটা বহন করবে একটি ইউনিক আইডি নম্বর। জানা যাচ্ছে, ভারতের প্রতিটি ছাত্রছাত্রীকে দেওয়া হবে। এই আইডির মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীর পরীক্ষার ফলাফল, পারিবারিক বা অভিভাবক তথ্য, কতদূর লেখাপড়া, খেলাধুলাস স্কলারশিপ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ থেকে ছাত্র বা ছাত্রীর শারীরিক তথ্য সংরক্ষিত থাকবে।
advertisement
আরও পড়ুন- ঠিক ‘১ মাস’ পরেই আপনার ‘হার্ট অ্যাটাক’ হবে! যদি চোখে ফুটে ওঠে এই লক্ষণ, ভাল করে বুঝে নিন
শিক্ষা ব্যবস্থায় চালু হতে যাওয়া নতুন কার্ড অর্থাৎ অপার আইডির প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীভূত আধুনিক প্রযুক্তির তথ্য ভান্ডার। লেখাপড়া থেকে চাকরি ক্ষেত্রে এই কার্ড যেমন ছাত্র-ছাত্রীদের সহায়ক হবে। তেমনি নিয়োগ ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে। যোগ্য প্রার্থী ‘ অপার আইডি ‘ মাধ্যমে সহজে চিহ্নিত হবে।
advertisement
advertisement
ভারতের শিক্ষা ব্যবস্থা থেকে নিয়োগ দুর্নীতি দমনে এই অপার আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ব্যবস্থা চালু হলে জাল সার্টিফিকেট বা জাল ফলাফল তৈরির সম্ভাবনাও কম হবে। আর এই নাম্বার থাকলেই পরীক্ষার ফলাফল থেকে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছুই সহজে যাচাই করা সম্ভব হবে।
জানা যাচ্ছে, ছাত্র বা ছাত্রী নাবালক হলে তার বাবা বা মায়ের অনুমতি নিয়ে অপার আইডি তৈরি করা হবে।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 8:30 PM IST

