Madhyamik Examination Result 2023: পুড়ে যায়নি স্বপ্ন, মাধ্যমিকে সফল অ্যাসিড আক্রান্ত কিশোরী পড়তে চায় বিজ্ঞান নিয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Madhyamik Examination Result 2023: মনের জোড়ে লড়াই করেছে সে। অসুস্থ অবস্থায় দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা।
শুভদীপ পাল, বীরভূম: মনের জোড়ে লড়াই করেছে সে। অসুস্থ অবস্থায় দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা। তারপরেও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে নলহাটির অ্যাসিড আক্রান্ত ছাত্রী। মাধ্যমিক ছাত্রীর এই কঠোর লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। জীবনে এখনও অনেক পথচলা বাকি তাঁর। এ বছর মাধ্যমিক পরীক্ষায় ওই ছাত্রী নম্বর পেয়েছে ২৮১।
তার ইচ্ছা আগামিদিনে আরও ভালভাবে এগিয়ে যাওয়া। সে এবার বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনা করতে চায়। পাশাপাশি এই ঘটনার প্রভাব কাটিয়ে আগামীদিনে আরও এগিয়ে যেতে চায়।
advertisement
advertisement
মাস তিনেক আগে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলা করে তার এক সহপাঠী। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ডান হাতে কিছু দেওয়ার নাম করে সহপাঠী এক ছাত্র তার হাতে অ্যাসিড ঢেলে দেয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ওই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে পুলিশ। জুভেনাইল আদালতে তার শর্ত সাপেক্ষে জামিন হয়।
advertisement
ওই ছাত্রী এদিন সংবাদমাধ্যমের কাছে জানায়, ” আমার উপর হামলা করেছিল বলে ভাল ভাবে পরীক্ষা দিতে পারিনি। তবে আগামিদিনে আরও এগিয়ে যেতে চাই।” ওই ছাত্রীর সঙ্গে সহমত জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও। তাঁদের দাবি, আক্রান্ত ছাত্রী ৭০ শতাংশ নম্বর পেতেই পারত। অন্যদিকে আক্রান্তের পরিবার খাতা রিভিউ করাবেন বলে জানিয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 1:44 PM IST