Success story: অধ্যাবসায়ের জোরে ফুটপাতের সবজি বিক্রেতার সন্তান উত্তীর্ণ হল সিএ পরীক্ষায়, জীবনযুদ্ধে সফলতার সোনালি আখ্যান

Last Updated:

a young man named Yogesh qualifying the CA exam: জীবনের এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগেশ তাঁর মাকে জড়িয়ে ধরেছেন৷ পথের ধারে সবজি বিক্রেতা মহিলা, সদ্য সিএ পাশ করা পুত্রের মাও পুত্রকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন৷

সিএ পাশ করে এলে সন্তানকে জড়িয়ে অঝোরে কান্না সবজি বিক্রেতা মায়ের (Photo Credits: X)
সিএ পাশ করে এলে সন্তানকে জড়িয়ে অঝোরে কান্না সবজি বিক্রেতা মায়ের (Photo Credits: X)
মুম্বই: ভারতের এমন অনেক পরীক্ষা আছে, যেগুলো পাশ করতে দরকার অধ্যাবসায়, পরিশ্রম আর অপার জেদ৷ এমনই এক পরীক্ষা সিএ৷ ‘ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস’ (Institute of Chartered Accountants of India) দ্বারা সংগঠিত এই পরীক্ষা পাশের জন্য উপরের গুণগুলোর সঙ্গে চাই ধৈর্যও৷ কারণ এই পরীক্ষার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হয়৷ এমনই এক পরীক্ষায় সম্মানে উত্তীর্ণ হলেন মুম্বইয়ের একজন মহিলা সবজি বিক্রেতার পূত্র যোগেশ৷
জীবনের এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগেশ তাঁর মাকে জড়িয়ে ধরেছেন৷ পথের ধারে সবজি বিক্রেতা মহিলা, সদ্য সিএ পাশ করা পুত্রের মাও পুত্রকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন৷
advertisement
advertisement
মুম্বইয়ের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷ ১৪ জুন এই আবেগপ্রবণ দৃশ্যটি টুইটারে ভাইরাল হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে প্রায় ৪ লাখেরও বেশি ভিউ পায় এটি৷ সেখানে কমেন্ট সেকশনে অনেকেই অনেক মন্তব্য করেছেন৷ কিছু জনের বক্তব্য এই লড়াই এক দিনের নয়৷ কেবল যে পরীক্ষায় সফল হয়েছেন, তাঁরও নয়, এ লড়াই তাঁর মায়েরও৷ একজন লিখেছেন, ‘‘মা-বাবারা সন্তানের জন্য কত ছোট-বড় ত্যাগ স্বীকার করেন, ওঁদের একটা একটা লড়াইয়ের মধ্যে দিয়ে এই সাফল্য আসে৷ আসা করব সন্তানটি ভবিষ্যতেও মায়ের এই অবদান মনে রাখবেন, তাঁকে ছেড়ে দিয়ে চলে যাবেন না৷’
advertisement
advertisement
অনেকেই কমেন্টেও অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে৷ একজন লিখেছেন,‘‘ সিএ পড়ার খরচ অন্যান্য অনেক পড়াশোনার চেয়ে কিছুটা হলেও কম৷ তার জন্যই অনেক শিক্ষিত ও কৃতি সন্তানেরা এই পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হন৷’’
ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে বেশ খরচবহুল হয়ে থাকে৷ এই নিয়ে সত্যিই সরকারের ভাবনা চিন্তা করা উচিত৷ একজন লেখেন, ‘‘ছোট থেকে ভাল করে অধ্যাবসায় করা দরকার৷ একমাত্র সঠিক অধ্যাবসায় মধ্যবিত্ত সমাজের মানোন্নয়ন করতে পারে৷’’
advertisement
তবে যোগেশের জীবনযুদ্ধের এই জয়ে খুশি হয়েছেন, প্রায় সমস্ত নেটিজেনরাই৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success story: অধ্যাবসায়ের জোরে ফুটপাতের সবজি বিক্রেতার সন্তান উত্তীর্ণ হল সিএ পরীক্ষায়, জীবনযুদ্ধে সফলতার সোনালি আখ্যান
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement