Monster Employment Index: ওমিক্রনের প্রভাবে স্বাস্থ্যকর্মীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে, আরও কী বলছে মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্স?

Last Updated:

Monster Employment Index:২০২১ সালের ডিসেম্বর মাস অবধি স্বাস্থ্যকর্মীদের চাহিদা প্রায় ৬ শতাংশ বেড়েছে।

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের (Omicron) প্রভাব পুরো বিশ্বে আবার ছড়িয়ে পড়েছে। কিন্তু এর মধ্যেই মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্সে (Monster Employment Index) দেখা গিয়েছে যে স্বাস্থ্যকর্মীদের চাহিদা প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছে। করোনার প্রভাবে যখন দেশ জুড়ে চাকরির বাজারের অবস্থা খারাপ হয়ে চলেছে তখন এটি নিঃসন্দেহে একটি দারুণ খবর। জনপ্রিয় চাকরির বাজারের অ্যাপ মনস্টারের সমীক্ষায় দেখা গিয়েছে যে শেষ ৬ সপ্তাহে অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাস অবধি স্বাস্থ্যকর্মীদের চাহিদা প্রায় ৬ শতাংশ বেড়েছে। এটি ধরা পড়েছে তাদের মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্সে।
২০২১ সালের ডিসেম্বর মাস অবধি ভারতের রিটেল ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ ১২ শতাংশ, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ ১২ শতাংশ, এফএমসিজি ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ ৭ শতাংশ, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ ৭ শতাংশ, ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সার্ভিসের গ্রোথের পরিমাণ ৫ শতাংশ, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ ৬ শতাংশ, হেলথকেয়ার, বায়ো টেকনোলজি এবং ফার্মাসিটিকালস ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ ৪ শতাংশ, আইটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ ৩ শতাংশ, টেলিকম ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ -৯ শতাংশ, সিমেন্ট এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ -৭ শতাংশ, কুরিয়ার, ট্রাভেল, ট্যুরিজম ইন্ডাস্ট্রির গ্রোথের পরিমাণ -১ শতাংশ। এর মধ্যে স্বাস্থ্যকর্মীদের চাহিদা প্রায় ৬ শতাংশ বেড়েছে।
advertisement
advertisement
করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের প্রভাবে দেশ জুড়ে বেড়েছে স্বাস্থ্যকর্মীদের চাহিদা। এর মধ্যে মেডিক্যাল প্রফেশনালদের চাহিদা বেড়েছে ৬ শতাংশ। ভারতের বিভিন্ন ধরনের মেট্রো সিটিতে এই চাহিদা বিভিন্ন ধরনের। বেঙ্গালুরুতে ৫ শতাংশ, মুম্বাইতে ৪ শতাংশ, দিল্লিতে ৪ শতাংশ, হায়দরাবাদে ৪ শতাংশ, পুণেতে ৩ শতাংশ, কলকাতায় ৩ শতাংশ, চেন্নাইতে ৩ শতাংশ, কোচিতে ৩ শতাংশ, জয়পুরে ৩ শতাংশ, কোয়েম্বাতোরে ২ শতাংশ এবং আহমেদাবাদে ১ শতাংশ।
advertisement
মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্স
মনস্টার ইন্ডিয়ার নেতৃত্বে চাকরির বাজারের ওপরে সমীক্ষা চালায় এই মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্স। ২০১০ সালে ভারতে প্রথম লঞ্চ করা হয় মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্স। এরা গ্লোবাল মার্কেট থেকেও চাকরির ডেটা সংগ্রহ করে থাকে। বিভিন্ন ধরনের চাকরির ডেটা সংগ্রহ করে এরা সেই অনুযায়ী ইনডেক্স তৈরি করে। বিভিন্ন দেশের চাকরির বাজার এবং পজিটিভ চাকরির রেটের ওপরে তারা বিভিন্ন ধরনের সমীক্ষা চালায়। এর ওপরে ভিত্তি করে তারা তৈরি করে মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্স। যা দেখে দেশের চাকরির বাজার সম্পর্কে একটি ধারণা পাওয়া সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Monster Employment Index: ওমিক্রনের প্রভাবে স্বাস্থ্যকর্মীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে, আরও কী বলছে মনস্টার এমপ্লয়মেন্ট ইনডেক্স?
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement