#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান আর্মির (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থী যাঁদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে তাঁরা শীঘ্রই ১৩৫তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Indian Army Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে ৬ ডিসেম্বর, ২০২১ তারিখ থেকে। আবেদনপত্র জমা দেওয়া শেষ দিন ৪ জানুয়ারি, ২০২২। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিশদ নোটিশের লিঙ্ক- https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC-_135__NOTIFICATION.pdf
Indian Army Recruitment 2021: | শূন্যপদের সংখ্যা |
সংস্থা: | ইন্ডিয়ান আর্মি (Indian Army) |
কোর্সের নাম: | টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স |
শূন্যপদের সংখ্যা: | ৪০ |
কাজের স্থান: | দেরাদুন |
কাজের ধরন: | সরকারি ট্রেনিং |
নির্বাচন পদ্ধতি: | মেধার ভিত্তিতে |
আবেদন প্রক্রিয়া শুরু: | ০৬.১২.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | ইঞ্জিনিয়ারিং ডিগ্রি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: | ০৪.০১.২০২২ |
Indian Army Recruitment 2021: | শিক্ষাগত যোগ্যতা |
প্রয়োজনীয় শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে উত্তীর্ণ বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বর্ষে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। এনজিজি ডিগ্রি কোর্সের শেষ বর্ষে অধ্যয়নরত প্রার্থীদের ১ জুলাই, ২০২২ এর মধ্যে সমস্ত সেমিস্টারের মার্কশিট সহ এনজিজি ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে এবং প্রশিক্ষণ শুরু হওয়ার তারিখ থেকে ১২ সপ্তাহের মধ্যে এনজিজি ডিগ্রি সার্টিফিকেট তৈরি করতে হবে।
আরও পড়ুন- USA-তে চাকরির সুবর্ণ সুযোগ, HCL-এ হাজারেরও বেশি শূন্যপদে চাকরির বাম্পার সুযোগ!
Indian Army Recruitment 2021: বয়সসীমা
আরও পড়ুন- হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
প্রার্থীর বয়সসীমা ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
Indian Army Recruitment 2021: নির্বাচন প্রক্রিয়া
কাট অফ মার্কের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। আবেদনের সংক্ষিপ্ত তালিকা করার পরে, প্রার্থীদের তাদের ইমেলের মাধ্যমে অবহিত করা হবে। কাট অফ শতাংশের উপর নির্ভর করে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের একটি নির্বাচন কেন্দ্রে সাক্ষাৎকার নেওয়া হবে। সমস্ত যোগ্য প্রার্থীদের মেডিকেল পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। ট্রেনিং হবে দেরাদুনে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Jobs, Indian Army, Indian Army Recruitment 2021