হোম /খবর /চাকরি ও শিক্ষা /
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে এই প্রতিষ্ঠান! কীভাবে আবেদন করবেন?

CDAC Recruitment 2021: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে এই প্রতিষ্ঠান! কীভাবে আবেদন করবেন?

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ২২ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।

  • Share this:

#তিরুবনন্তপুরম: সম্প্রতি তিরুবনন্তপুরমের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিংয়ের (Centre for Development of Advanced Computing) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রজেক্ট ইঞ্জিনিয়ার (project engineer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

CDAC Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ২২ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত। প্রার্থীদের নির্দিষ্ট স্থান ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিশদ নোটিশের লিঙ্ক- https://www.cdac.in/index.aspx?id=ca_CDACAdvt_Consolidated02122021_New

CDAC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, তিরুবনন্তপুরম (Centre for Development of Advanced Computing)

আরও পড়ুন- USA-তে চাকরির সুবর্ণ সুযোগ, HCL-এ হাজারেরও বেশি শূন্যপদে চাকরির বাম্পার সুযোগ!

কোর্সের নাম: প্রজেক্ট ইঞ্জিনিয়ার

শূন্যপদের সংখ্যা: ১৩

কাজের স্থান: তিরুবনন্তপুরম

কাজের ধরন: সরকারি ট্রেনিং

নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউয়ের ভিত্তিতে

আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি

CDAC Recruitment 2021: ইন্টারভিউ সংক্রান্ত ঘোষণা

CDAC-এর তরফে বলা হয়েছে যে, প্রার্থীদের শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। সে ক্ষেত্রে পছন্দসই পদের জন্য প্রার্থীর উপযুক্ততা নিশ্চিত করতে হবে। প্রার্থীদের সম্পূর্ণ আবেদনপত্রের সঙ্গে এক কপি বর্তমান ফটোগ্রাফ আনতে হবে।

আরও পড়ুন- পুলিশে মেগা রিক্রুটমেন্ট! ৩০৬টি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ, কীভাবে আবেদন করবেন!

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা এবং চাকরি সম্পর্কিত অন্যান্য তথ্যের বিশদ বিবরণের জন্য এই লিঙ্কে গিয়ে চাকরির বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে- https://www.cdac.in/index.aspx?id=ca_CDACAdvt_Consolidated02122021_New

CDAC Recruitment 2021: বিশেষ ঘোষণা

CDAC চাকরির বিজ্ঞপ্তিতে বলেছে যে, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের জন্য বা প্রকল্পের প্রয়োজন অনুযায়ী নির্ণয় করা হবে। পরবর্তীতে প্রার্থীদের দায়িত্বশীলতা, কর্মক্ষমতা এবং প্রকল্পের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানোর জন্য বিবেচনা করা যেতে পারে।

Published by:Suman Majumder
First published:

Tags: Engineer, Jobs