ফেরার মমতা কুলকার্নি ! বাজেয়াপ্ত হল তাঁর তিনটি বিলাসবহুল ফ্ল্যাট

Last Updated:

ড্রাগ র‍্যাকেট মামলায় অভিযুক্ত মমতা কুলকার্নি ফেরার! বাজেয়াপ্ত হল তাঁর তিনটি বিলাসবহুল ফ্ল্যাট

#মুম্বই: মমতা কুলকার্নির সম্পত্তি বাজেয়াপ্ত করার অর্ডার দিল স্পেশাল এনডিপিএস কোর্ট। ২০১৬-র প্রায় ২০হাজর কোটি টাকার ড্রাগ র‍্যাকেট মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন মমতা। র‍্যাকেটটির সন্ধান পায় থানে পুলিশ। এই চক্রের মূল পান্ডা ছিলেন ড্রাগ ব্যারন ভিকি গোস্বামী। সরাসরিভাবে জড়িত ছিল মমতাও।
advertisement
মামলা চলাকালীন একবারও শুনানিতে আসেননি মমতা কুলকার্নি। কাজেই, তাকে ফেরার ঘোষণা করে আদালত। গত সপ্তাহে এনডিপিএস আদালতের বিচারক এইচ এম পটবর্ধন নায়িকার সম্পত্তি বাজেয়াপ্ত করার হুকুম দেন। এখনও পর্যন্ত মুম্বইয়ে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্ল্যাটগুলির বর্তমান মূল্য প্রায় ২০ কোটি টাকা।
advertisement
২০১৬ সালে এই র‍্যাকেটটির সন্ধান পাওয়ার পর, থানে পুলিশের তরফে জানানো হয়েছিল, মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। আপাতত কেনিয়ায় ঘাঁটি গেড়েছেন তাঁরা। গতবছর ৬ জুন তাঁদের ফেরার বলে ঘোষণ করে থানে পুলিশ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফেরার মমতা কুলকার্নি ! বাজেয়াপ্ত হল তাঁর তিনটি বিলাসবহুল ফ্ল্যাট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement