'মনসা' কি পারবে মর্ত্যলোকে দেবীত্ব লাভ করতে ! চোখ রাখুন 'মনসা' ধারাবাহিকের কিছু এক্সপ্রেস এপিসোডে

Last Updated:

ইতিমধ্যেই মনসা বাংলা টেলিভিশনে ঝড় তুলেছে ৷ দৈনিক জনপ্রিয়তায় তৈরি করেছে এক নিজস্বতা ৷ প্রতিদিন সন্ধেয় মনসা ধারাবাহিক নতুন নতুন আকর্ষণ নিয়ে দর্শকদের সামনে পৌঁছয় নতুন ভাবে ৷

#কলকাতা: ইতিমধ্যেই মনসা বাংলা টেলিভিশনে ঝড় তুলেছে ৷ দৈনিক জনপ্রিয়তায় তৈরি করেছে এক নিজস্বতা ৷ প্রতিদিন সন্ধেয় মনসা ধারাবাহিক নতুন নতুন আকর্ষণ নিয়ে দর্শকদের সামনে পৌঁছয় নতুন ভাবে ৷ সেই নতুনত্বের রেশ বজায় রেখেই এই এক সপ্তাহ জুড়ে কিছু এক্সপ্রেস এপিসোড আপনারা দেখতে চলেছেন ৷
শিবের মানসকন্যা মনসাকে দেবরাজ ইন্দ্র খুব খারাপ ভাবে অপমান করেছেন ৷ এরই মাঝে দেবী চণ্ডী মনসাকে মর্ত্যলোকে যাওয়ার আদেশ দিয়েছেন, লক্ষ মর্ত্য়লোকে দেবীত্ব অর্জন ৷ এরপরেই মনসা নেতিকে নিয়ে চম্পকনগরীতে এসে পৌঁছন ৷
মনসা চম্পকনগরীতে এসে দেখেছিলেন চারিদিকে সাপের উপদ্রবে মানুষের মৃত্যু হতে থাকে ব্যাপক ভাবে ৷ তক্ষক নাগের এমন বন্ধুরাই কাজ করছে জানতে পেরেছেন মনসা ৷ মনসা কি পারবে চম্পকনগরীকে সাপের প্রকোপ থেকে বাঁচাতে ? পারবে কি তাঁর মর্ত্যলোকে দেবীত্ব লাভ করতে ? কতখানি মসৃণ হবে তাঁর এই যাত্রপথ ?
advertisement
advertisement
জানতে হলে দেখতেই হবে সপ্তাহ জুড়ে কিছু সুপার এপিসোড ৷ চোখ রাখুন প্রতিদিন সন্ধে ৭টায় কালার্স বাংলার পর্দায় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মনসা' কি পারবে মর্ত্যলোকে দেবীত্ব লাভ করতে ! চোখ রাখুন 'মনসা' ধারাবাহিকের কিছু এক্সপ্রেস এপিসোডে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement