ভিন্নধর্মী দম্পতির পাসপোর্ট আর্জি খরিজ, পুরুষসঙ্গীকে হিন্দুধর্ম গ্রহণে পরামর্শ আধিকারিকের

Last Updated:

নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ উত্তর লখনউ-এ এক হিন্দুও মুসলিম দম্পতির পার্সপোর্ট আর্জি খারিজ করে কার্যত মানবিকতার অপমান করেছে স্থানীয প্রশাসন ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত আধিকারিককে স্থানান্তর করেছে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ ৷

#লখনউ: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ ৷ নিউজ 18 এর খবরের জের মিলল পাসপোর্ট দুই ভিন্ন ধর্মাবলম্বী দম্পতি ৷ উত্তর লখনউ-এ এক হিন্দুও মুসলিম দম্পতির পার্সপোর্ট আর্জি খারিজ করে কার্যত মানবিকতার অপমান করেছে স্থানীয় প্রশাসন ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত আধিকারিককে স্থানান্তর করেছে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ ৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রকে সচিব ডিএএম মুলেয় জানিয়েছেন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে তাঁর মন্ত্রক ৷ যাঁদের পাসপোর্ট আর্জি খারিজ করা হয়েছিল সেই দম্পতিকে গতকাল তাঁদের ডেকে পাঠানো হয়েছিল আজ তাঁদের পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে ৷
পাসপোর্ট অফিসে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েই ওই দম্পতি সরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করেছিলেন ৷ তাঁরা দুঃখপ্রকাশ করেছিলেন ৷ তাঁদের একটাই দোষ তাঁরা দুই আলাদা ধর্ম সম্পদায়ের ৷ পাসপোর্ট আধিকারিক বিকাশ মিশ্র তাঁদের অপমান করতে থাকেন ৷ লাগাতার অপমানিত হয়ে বাধ্য় হয়েছেন ৷ অভিযোগ দায়ের করতে ৷
advertisement
advertisement
ওই আধিকারিক পুরুষসঙ্গীকে হিন্দু হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ হিন্দুধর্ম গ্রহণ করে হিন্দু মতে বিয়ে করলেই মিলবে পাসপোর্ট ৷ ঘটনার জেরেই শুরু হয়েছে বিতর্ক ৷ তবে অবশেষে পাসপোর্ট পেয়েছেন ওই দম্পতি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভিন্নধর্মী দম্পতির পাসপোর্ট আর্জি খরিজ, পুরুষসঙ্গীকে হিন্দুধর্ম গ্রহণে পরামর্শ আধিকারিকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement