বড়দিনে বড় পাওনা, বরফে ঢাকল টাইগার হিল! দার্জিলিংয়ে উৎসব

Last Updated:

২৫ ডিসেম্বর দার্জিলিংয়ে পড়ল মরশুমের প্রথম বরফ, যা দেখতে ভিড় জমালেন পর্যটকরা। টাইগার হিল, সিনচেল সংলগ্ন এলাকায় সকালে বরফ পড়েছে।

+
বরফে

বরফে ঢাকল টাইগার হিল

#দার্জিলিং: ২৫ ডিসেম্বর দার্জিলিংয়ে পড়ল মরশুমের প্রথম বরফ, যা দেখতে উপচে পড়ল পর্যটকদের ভিড়। জানা গিয়েছে, টাইগার হিল, সিনচেল সংলগ্ন এলাকায় সকালে বরফ পড়েছে। বরফের আস্তরণে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়। দার্জিলিংয়ে আসলে পর্যটকদের মনে আশা থাকে বরফ দেখার। সেই স্বপ্ন তাঁদের পূরণ হল রবিবার।
মরশুমের প্রথম বরফ দেখতে পর্যটকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দার্জিলিংয়ে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর বরফ পড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী বরফ পড়ায় খুশি সকলেই। শুধু ২৫ ডিসেম্বর নয়,  আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারিও বরফ পড়তে পারে এখানে। বরফ পড়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও।
আরও পড়ুন: ম্যালে থিক থিক করছে ভিড়, ক্রিসমাস মুডে পাহাড়ের রানি দার্জিলিং! দেখুন
বাড়তি পর্যটক আসায় পর্যটন শিল্প নিয়ে খুশি তাঁরাও। এই মুহূর্তে দার্জিলিং-এর তাপমাত্রা রাতের দিকে শূন্যর কাছাকাছি নামছে। অতিরিক্ত ঠান্ডা এবং বর্ষশেষের আনন্দ উপভোগ করতে পর্যটকরাও ভিড় করেছেন। এ নিয়ে বালুরঘাট থেকে আসা এক পর্যটক রাজদীপ চক্রবর্তী জানান, 'দার্জিলিং এসে বরফ দেখে খুবই ভাল লাগছে।'
advertisement
advertisement
আরও পড়ুন: ক্রিসমাস ট্রি-র নীচে ওটা কী? সামনে যেতেই চক্ষু চড়কগাছ! দেখুন
এতটাও সম্ভব হবে ভাবতে পারেননি তিনি‌। পরিবার নিয়ে এসে দার্জিলিংয়ে জমিয়ে আনন্দ করেছেন তাঁর মতো অনেকেই। সকলকে এই উৎসবের মরশুমে দার্জিলিংয়ে আসতে বলছেন রাজদীপরা। তবে দার্জিলিংয়ে এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা রয়েছে। দার্জিলিং আসার আগে সকলেই ঠান্ডার প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই নিয়ে আসলে ভাল হয় বলে সতর্ক করছেন পর্যটকেরা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
বড়দিনে বড় পাওনা, বরফে ঢাকল টাইগার হিল! দার্জিলিংয়ে উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement