অবশেষে পর্যটকদের জন্য সুখবর ! দার্জিলিঙে পাহাড়ি পথের ধস সারিয়ে পাকদণ্ডী বেয়ে ফের ছুটল টয় ট্রেন

Last Updated:

Darjeeling Toy Train : দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার ৩১ জন যাত্রী নিয়ে দার্জিলিং এর উদ্দেশে কুঝিকঝিক শব্দে ছুটলো টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে অগ্রিম বুকিং তো ছিলই সেই সঙ্গে এদিন অনেকেই স্টেশনে এসেও টিকিট কেটেছেন।

অবশেষে পর্যটকদের জন্য সুখবর ! ধস সরিয়ে আবার পাহাড়ি পথে ছুটলো টয় ট্রেন
অবশেষে পর্যটকদের জন্য সুখবর ! ধস সরিয়ে আবার পাহাড়ি পথে ছুটলো টয় ট্রেন
অনির্বাণ রায়, দার্জিলিং: পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে জঙ্গলের বুক জুড়ে ছুটছে টয়ট্রেন আর জানালার ধারে বসে ছবি তুলছেন বিদেশি পর্যটক । আগে অহরহ এই দৃশ্য দেখা গেলেও করোনার পর থেকে ঠিক কবে টয় ট্রেনের এই ছবি দেখা গিয়েছে তা খেয়াল করতে পারছেন না রেলকর্তারা । তবে দীর্ঘ দিন বাদে মঙ্গলবার ফের সেই ছবি দেখা গেল দার্জিলিংগামী টয়ট্রেনে। আর পাঁচটা ভারতীয় যাত্রীর সঙ্গে গল্প করতে করতে টয় ট্রেনে চাপার আনন্দ উপভোগ করলেন বিদেশি পর্যটকরা।
দীর্ঘ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার ৩১ জন যাত্রী নিয়ে দার্জিলিঙের উদ্দেশে কুঝিকঝিক শব্দে ছুটলো টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে অগ্রিম বুকিং তো ছিলই, সেই সঙ্গে এ দিন অনেকেই স্টেশনে এসেও টিকিট কেটেছেন । ডিএইচআর ডিরেক্টর এ কে মিশ্র জানিয়েছেন বৃষ্টি থাকলেও নির্দিষ্ট সময়ে এনজেপি থেকে ছেড়ে সময়ের আগেই দার্জিলিং পৌঁছেছে টয়ট্রেন। বিদেশি পর্যটক আসাটাও পর্যটনের ক্ষেত্রে ভাল দিক বলে উল্লেখ করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন : চলতি বর্ষার মরশুমে শিলিগুড়িতে প্রথম ডেঙ্গি-মৃত্যু, বাড়ছে আক্রান্ত, পুর পরিষেবা নিয়ে প্রশ্ন স্থানীয়দের
গত ১ তারিখ সতেরো মাইলের কাছে ধসের জেরে টয় ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়  এরপর থেকে টয়ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। টানা ১২ দিন মেরামতির কাজ করার পর মঙ্গলবার থেকে ট্রেন চলাচল চালু হয়েছে। তবে এখনও ওই এলাকায় কাজ করা হচ্ছে। এ দিন এলাকায় গিয়ে দেখা গেল লাইনের ঠিক নীচের দিকে মাটি ধসতে থাকায় ওই এলাকায় আগে সিমেন্টের ঢালাই দেওয়া হচ্ছে। ডিএইচআর সূত্রে খবর কিছুদিনের মধ্যেই ওই এলাকা দিয়ে ট্রেন যাওয়ার সময় যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সকাল এবং বিকেল দুবেলায় ওই এলাকায় রেলকর্মীরা দাঁড়িয়ে ছিলেন । ট্রেন ওই এলাকা দিয়ে যাওয়ার পর তাঁরা এলাকা ছাড়েন ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  নদীর প্রতি অভিমানে বিত্তিবাড়িতে এসে পৌঁছয় না দুর্গাপুজোর আগমনী বার্তা
টানা বৃষ্টি হলে কি আবার ধস নামতে পারে লাইনে ? প্রশ্নের জবাবে এক রেলকর্মী বলেন যা পরিস্থিতি রয়েছে  তাতে যে কোনও সময় আবার ধস নামতে পারে । আপাতত তাই ধসের আশঙ্কা বুকে নিয়েই ছুটছে টয় ট্রেন।
বাংলা খবর/ খবর/দার্জিলিং/
অবশেষে পর্যটকদের জন্য সুখবর ! দার্জিলিঙে পাহাড়ি পথের ধস সারিয়ে পাকদণ্ডী বেয়ে ফের ছুটল টয় ট্রেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement