Siliguri News: দার্জিলিংয়ের গুম্বাদারায় কখনও গিয়েছেন? এবারের ছুটিতে হতে পারে আপনার স্বপ্নের ডেস্টিনেশন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
চা বাগানের মাঝে দাড়িয়ে অপরূপ কাঞ্চনজঙ্ঘা দেখার সৌন্দর্য্য উপভোগ করতে আপনাকে আসতেই হবে গুম্বাদারা ভিউ পয়েন্ট।
#দার্জিলিং: চা বাগানের মাঝে দাড়িয়ে অপরূপ কাঞ্চনজঙ্ঘা দেখার সৌন্দর্য্য উপভোগ করতে আপনাকে আসতেই হবে গুম্বাদারা ভিউ পয়েন্ট।গুম্বাদারা মানে "গুম্বা" মানে মঠ "দারা" মানে পাহাড়ের চূড়া। গুম্বাদারা এবং রায়ক খাসমল হল একটি ছোট গ্রাম যেখানে প্রায় ৪০-৫০ টি বাড়ি রয়েছে। এটি বিখ্যাত পর্যটন গন্তব্য তিন চুলে থেকে ১.৫ কিমি দূরে অবস্থিত। গুম্বাদার ভিউপয়েন্ট তিনচুলেতে অন্যতম প্রিয় পর্যটন স্থান।
উত্তরবঙ্গের পর্যটনের এটি একটি নতুন সংযোজন এবং সত্যিই পর্যটকদের নজর কেড়েছে এই ভিউ পয়েন্ট। গুম্বা দারা দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উপরে। আপনি যদি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান, তাহলে এর চেয়ে ভাল যাত্রা আর কিছুই হতে পারে না। গুম্বা দারার সেরা অংশটি হল চা বাগানের মধ্য দিয়ে মনোরম ট্রেক।
advertisement
আরও পড়ুন: কোভিড বাড়লে কী হবে? বহরমপুর মাতৃ সদনে মকড্রিল স্বাস্থ্য দফতরের
এর চূড়া থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা এক অদ্ভুত অনুভূতি প্রদান করবে সকলকে। পাইন ধুপির মধ্য দিয়ে রাস্তাটি একটু খাড়া এবং খাটো । তবে বেবুন স্পাইডার এবং ক্লাউডেড চিতাবাঘ থেকে সাবধান থাকুন যদি আপনি একা জঙ্গলে ভ্রমণ করতে চান। তবে সব থেকে ভালো হবে যদি আপনি স্থানীয় কোন গাইডকে সঙ্গে নিয়ে এই ট্রেকে যেতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
কী ভাবে পৌঁছবেন:
গুম্বা দারা ভিউপয়েন্টে পৌঁছানোর একমাত্র উপায় তিন চুলে থেকে একটি হালকা ট্রেক। এই রুটে কোন মোটরযান নেই। তবে তিন চুলতে কোন হোমস্টেতে থাকলে আপনি গাড়ির রিজার্ভ করে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত এসে তারপর ট্রেক করে যেতে পারবেন এই ভিউ পয়েন্টে।
advertisement
কোথায় থাকবেন :
গুম্বা দারায় কোন ট্যুরিস্ট লজ নেই। প্রায় ১.৫ কিলোমিটার দূরে তিনচুলেতে কয়েকটি হোমস্টে রয়েছে। দার্জিলিং বা কালিম্পং থেকে আধা দিন সময় হাতে রেখে ঘুরে আসা ভালো।
আশেপাশে ঘোরার জায়গা :
পেশোকে চা বাগান, বৌদ্ধ গুহা, তিনচুলে মনেষ্ট্রি
অনির্বাণ রায়
Location :
First Published :
December 28, 2022 4:59 PM IST