Darjeeling News: রাতের অন্ধকারে ইন্দো বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র হাতবদলের ছক! হাতেনাতে পাকড়াও দুষ্কৃতী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Darjeeling News: ইন্দো বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র হাতবদলের ছক ভেস্তে দিল এসএসবি। পাকড়াও এক দুষ্কৃতী। ধৃতের হেফাজত থেকে দেশী পিস্তল ছাড়াও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: ইন্দো বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র হাতবদলের ছক। গ্রেফতার এক দুষ্কৃতী। তল্লাশি চালিয়ে উদ্ধার দেশী পিস্তল-সহ কার্তুজ। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দেশী পিস্তল হাতবদল করার আগেই পাকড়াও এক দুষ্কৃতী। জলপাইগুড়ি জেলার ফাঁসিদেওয়ার মৌলানীর আমবাড়ি হাট এলাকায় স্পেশাল নাকা তল্লাশিতে আগ্নেয়াস্ত্র হাতবদল রুখল এসএসবি।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর থেকে ফাঁসিদেওয়ায় এই পিস্তল হাতবদলের ছক ছিল ধৃতের। গ্রেফতার দুষ্কৃতীর নাম রাজাবুল মহম্মদ। ইসলামপুরের বাসিন্দা। পরে ধৃতকে ফাঁসিদেওয়া থানায় তোলে এসএসবি।
আরও পড়ুনঃ গভীর রাতে বারুইপুর বাইপাসে দুর্ঘটনা! লরির সজোরে ধাক্কায় ডিগবাজি খেয়ে পুকুরে ছোটা হাতি, পলাতক মদ্যপ চালক
আরও জানা যাচ্ছে, ধৃতের হেফাজত থেকে দেশী পিস্তল ছাড়াও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল ধৃত, এসএসবি সূত্রে এমনটাই খবর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রেমের বিয়ের রক্তাক্ত পরিণতি! অশান্তির জেরে স্ত্রীকে কোপাল স্বামী, দত্তপুকুরে ভয়ঙ্কর কাণ্ড
view commentsসীমান্ত এলাকায় রাতের অন্ধকারে কেন আগ্নেয়াস্ত্র হাতবদল? এই চক্রের পিছনে বড় কোন দল কিংবা ষড়যন্ত্র রয়েছে কিনা সমস্ত কিছুই তদন্ত করছে পুলিশ।
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
December 10, 2025 12:16 PM IST







