South Dinajpur News : লোকগানের প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বাড়াতে মিলে গেল রাঙামাটি আর উত্তরের বাউল
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
Last Updated:
আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হল জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় এবং লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে।লোক ও আদিবাসী সংস্কৃতির প্রসারে নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা।
দক্ষিণ দিনাজপুর: আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হল জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় এবং লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন লোকশিল্পী অংশ নিয়েছেন। প্রসঙ্গত, শিল্পীদের আর্থ সামাজিক মানোন্নয়নের পাশাপাশি লোক ও আদিবাসী সংস্কৃতির প্রসারে নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা।
নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন।নতুন প্রজন্মের কাছে লোকগানের সঙ্গে বাউলের সংযোগ ঘটিয়ে নয়া আঙ্গিকে পরিবেশন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল জানান,”রাঙামাটির দেশ থেকে বাউল প্রশিক্ষকরা এসে প্রশিক্ষণ দিচ্ছেন। গত বছর কুশমন্ডিতে খন লোকশিল্পের উপরে প্রশিক্ষণ হয়েছিল। লোকশিল্পের বিভিন্ন আঙ্গিককে জনসমক্ষে বেশি করে তুলে ধরার জন্য ও এই শিল্পীদের সঙ্গে যোগাযোগ নিবিড় করার উদ্দেশ্যেই এই আয়োজন।”
advertisement
advertisement
সাধক বাউল যারা আত্ম উপলব্ধি করে জীবন দর্শন থেকে, এমনকি গানের ভাষায় লিখে তা প্রকাশ করছেন সেই আধ্যাত্মিক তত্ত্ব যেমন চেতনা মূলক সংস্কৃতি এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে জানান যাচ্ছে। বীরভূম থেকে বিষ্ণুপুরী বাউল ঘরানার তিনজন বাউল এদিন দক্ষিন দিনাজপুরে আসেন লোকশিল্পী প্রশিক্ষণ দিতে। এই জেলার ৫০ জন বাউল শিল্পীকে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ দেবেন সুখদেব দাস বাউল, ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় বাউল ও মহাদেব দাস বাউল।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 12:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : লোকগানের প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ বাড়াতে মিলে গেল রাঙামাটি আর উত্তরের বাউল