South Dinajpur News: তিন দিনের পুজো ঘিরে প্রত্যেক বাড়িতে অরন্ধন! মন্দিরে ২৪ ঘন্টা চলে একই তালে রান্না ও ভক্তের ভোগ বিতরণ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
এলাকার গৃহস্থ বাড়ি গুলির তিনদিন ভাতের হাড়ি পর্যন্ত চাপে না বিস্তীর্ণ এলাকা জুড়ে মহাপ্রভু নাম কীর্তন কে সামনে রেখে দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চকভগীরথ গ্রামে চলে তিনদিনের পুজোকে ঘিরে ব্যাপক ভক্তের সমাগম।
দক্ষিণ দিনাজপুর: এলাকার গৃহস্থ বাড়িগুলির তিনদিন ভাতের হাড়ি পর্যন্ত চাপে না বিস্তীর্ণ এলাকা জুড়ে মহাপ্রভুর নাম কীর্তন কে সামনে রেখে। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই রীতি। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চকভগীরথ গ্রামে চলে তিনদিনের পুজোকে ঘিরে ব্যাপক ভক্তের সমাগম। ২৪ ঘন্টা চলে একই তালে রান্না ও ভক্তের ভোগ বিতরণ। এক জায়গায় সকলে মিলে খাওয়া দাওয়া। জানা গেছে, দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী অষ্ট্রপ্রহর পুজোকে ঘিরে ব্যাপক ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। স্থানীয় বহু বাসিন্দা রুজি রোজগারের জন্য ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে গেলেও বছরের এই কটি দিন তাঁরা নিজের গ্রামে ফিরে আসে।
আরও পড়ুনঃ মে মাসেই ঝড় তুলবে শুক্র! মুখে ফুটবে লম্বা হাসি, রেকর্ড টাকা ৩ রাশির কপালে
পুজোর প্রায় এক দেড় মাস আগে থেকে চলে জোর প্রস্তুতি। পাশাপাশি এই পুজোকে ঘিরে টানা ৩দিন ব্যাপি মেলা হয়ে থাকে। রঙিন আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয় মণ্ডপ। সারাদিন রাত ব্যাপি চলে অষ্ট্রপ্রহর। সঙ্গে ভোগ বিতরণ। বিগত বছরের মত চলতি বছরেও এর কোন ব্যতিক্রম হয়নি।
advertisement
গ্রামের প্রতিটি বাড়িতে চলে অরন্ধন। তবে চলতে থাকে সকল মহিলাদের একইসঙ্গে দিন রাত মিলে সবজি কাটা। সঙ্গে রকমারি রান্না। তবে প্রভুকে ভোগ নিবেদন করেই চলতে থাকে ভক্তদের প্রসাদ বিতরণ। এ যেন এক আলাদা দৃশ্য। যেখানে সারা দিন রাত জ্বলতে থাকে উনুন। তবে টাকা দিয়ে রশিদ কেটে নয়, বিনে পয়সায় চলতে থাকে ভক্তবৃন্দদের প্রসাদ খাওয়ার হিড়িক।
advertisement
advertisement
এই পুজোর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের আবেগ জড়িয়ে রয়েছে। তাই বছরের অন্যান্য সময় যে যেখানেই থাকুক না কেন এই পুজোয় চায় সকলেই তাদের গ্রামের নিজস্ব এই পুজোয় মেতে উঠতে। তিন দিন ব্যাপী অষ্ট্রপ্রহর হওয়ায় সেখানে বিভিন্ন শিল্পীরা অংশ নেন। দিন রাত চলতে থাকে যন্ত্রাংশের তালে তালে প্রভুর নাম জপ। যা দেখতে আশে পাশের গ্রাম থেকেও বহু ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায়, যত দিন যাচ্ছে এর পরিধি ততই বিস্তার লাভ করছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2024 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: তিন দিনের পুজো ঘিরে প্রত্যেক বাড়িতে অরন্ধন! মন্দিরে ২৪ ঘন্টা চলে একই তালে রান্না ও ভক্তের ভোগ বিতরণ