South Dinajpur News: জেলায় বাড়বাড়ন্ত ডেঙ্গির! সাধারণ মানুষকে সচেতন করতে বিরাট উদ্যোগ
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
ডেঙ্গির প্রকোপ কী ভাবে রোধ করা যায়, সেই ডেঙ্গি নিয়েই সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল অগ্নিশিখা ক্লাব অ্যান্ড লাইব্রেরি।
দক্ষিণ দিনাজপুর: বর্ষা শুরু হতেই ডেঙ্গির প্রভাব জেলা জুড়ে দেখা দিয়েছে। ডেঙ্গির প্রকোপ কী ভাবে রোধ করা যায়, সেই ডেঙ্গি নিয়েই সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল অগ্নিশিখা ক্লাব অ্যান্ড লাইব্রেরি।
প্রধানত প্রাক-গ্রীষ্ম এবং বর্ষার সময় ডেঙ্গি রোগের প্রকোপ বৃদ্ধি পায়।সেই মতন বর্ষাকালে ডেঙ্গির প্রকোপ বেশি বাড়ে গ্রামাঞ্চলে। হাসপাতাল চত্বরে গেলেই দেখা মেলে ডেঙ্গি আক্রান্ত ব্যক্তিদের। সারিবদ্ধ ভাবে মশারি টাঙিয়ে শুয়ে আক্রান্ত রোগীরা।এদিন ক্লাবের পক্ষ থেকে শহরের থানামোড় থেকে শুরু করে বিভিন্ন অলিগলি ঘুরে ডেঙ্গি নিয়ে জোরকদমে প্রচার চালানো হচ্ছে।
advertisement
advertisement
পাশাপাশি, ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করতে দেখা গেল। নানারকম স্লোগান সহকারে ডেঙ্গি থেকে বাঁচতে কী কী করণীয় তা তুলে ধরা হয় এদিন। প্রতিটা বাড়িতে গিয়ে তাদেরকে ডেঙ্গি থেকে সচেতন থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে ডেঙ্গি নিয়ে নাগরিকদের সচেতন করতে অভিযানে নেমেছে।
advertisement
পাশাপাশি, বৃক্ষরোপন করা হচ্ছে। যাতে পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায়। এমনকি ছোট চারা গাছ বিতরণ করতে দেখা গেল অগ্নিশিখা ক্লাব অ্যান্ড লাইব্রেরির সদস্যদের।
বর্ষাকালে ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে না দেওয়া, এই জমা জলই ম্যালেরিয়া ও ডেঙ্গির মশার আঁতুড়ঘর। মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে মশারি ব্যবহারে জোর দেওয়া হয়েছে। জ্বর, প্রচণ্ড গায়ে হাতে ব্যথা, গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি সঙ্গে বমি, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিত্সকের পরামর্শ নিতে বলা হচ্ছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 11:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: জেলায় বাড়বাড়ন্ত ডেঙ্গির! সাধারণ মানুষকে সচেতন করতে বিরাট উদ্যোগ