SouthDinajpur News: গুমোট দুপুরে বন্ধুদের সঙ্গে আত্রেয়ী নদীতে স্নান করতে নেমেছিল স্কুলপড়ুয়া...তার পর...করুণ পরিণতিতে চোখে জল আসবে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
SouthDinajpur News: চার বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। তবে চার বন্ধুর মধ্যে তিনজন স্নান করে নদীর পারে চলে এলেও তাদের মধ্যে হঠাৎ করেই বিজয় রায় তলিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট শহরের সদরঘাট এলাকার ঘটনা।
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল অষ্টম শ্রেণীর এক স্কুল পড়ুয়া। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ছাত্রের নাম বিজয় রায় (১৪)। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট শহরের সদরঘাট এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার চার বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। তবে চার বন্ধুর মধ্যে তিনজন স্নান করে নদীর পারে চলে এলেও তাদের মধ্যে হঠাৎ করেই বিজয় রায় তলিয়ে যায়।
বিষয়টি অন্যান্য বন্ধুদের নজরে আসতেই তাদের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন। এরপরেই শুরু হয় কিশোরের খোঁজে তল্লাশি। এই খবর বাড়িতে পৌঁছাতেই আত্মীয়-স্বজনরা ছুটে আসেন নদীর ধারে। বেশ কিছুক্ষন ধরে খোঁজ না মেলায় নিখোঁজ কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।
আরও পড়ুন : মৌমাছির কামড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর! এমনটা কি আদৌ হতে পারে? রহস্য ফাঁস হৃদরোগ বিশেষজ্ঞের
তবে তাঁরা কী কারণে নদীতে নেমেছিল তা স্পষ্ট নয়। এরপরেই ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের খোঁজ শুরু করে। বেশ দীর্ঘ সময় পেরিয়ে গেলে মৃত ওই ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। বিগত কয়েকদিন দক্ষিণ দিনাজপুর জেলায় গরম বেড়েছে অনেকটাই। যার ফলে স্থানীয় বাসিন্দারা অনেকে নদীতে স্নান করতে যাচ্ছেন। সেই মতো বিজয় ও তাঁর বন্ধুরা নদীতে স্নান করতে নেমেছিল বলে পরিবার সূত্রে খবর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 5:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
SouthDinajpur News: গুমোট দুপুরে বন্ধুদের সঙ্গে আত্রেয়ী নদীতে স্নান করতে নেমেছিল স্কুলপড়ুয়া...তার পর...করুণ পরিণতিতে চোখে জল আসবে