Dakshin Dinajpur News: টানা বৃষ্টিতে থমকে উন্নয়নের কাজ, পুজোর আগে রাস্তা ঠিক হবে তো?

Last Updated:

টানা বৃষ্টিতে থমকে গিয়েছে রাস্তা তৈরির কাজ। দুর্গাপুজোর আগে চিন্তায় বালুরঘাটের মানুষ। আদৌ রাস্তা তৈরির কাজ শেষ হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন

+
title=

দক্ষিণ দিনাজপুর: লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থমকে গেছে জেলার যাবতীয় উন্নয়নের কাজ। ফলে পুজোর আগে শহরের বেহাল রাস্তাগুলি আদৌ ঠিক হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে চিন্তিত বালুরঘাট শহরের মানুষ।
বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানে থমকে আছে উন্নয়নমূলক কাজ। বাসিন্দাদের কথায়, এসব কাজ আরেকটু আগে শুরু হলে আজকের মত সমস্যায় পড়তে হতো না। একটানা ঝড়বৃষ্টি হওয়ার কারণে বালুরঘাট শহরের যেসব রাস্তায় জলের পাইপ লাইনের কাজ হয়েছে সেই সব রাস্তা নতুনভাবে সারাইয়ের কাজ বন্ধ হয়ে গেছে। অধিক বৃষ্টির কারণেই জল জমে গিয়ে এই বিপত্তি বলে জানা গিয়েছে পুরসভা তরফে।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টিপাত চলছে জেলায়। এরপরই মূলত সপ্তাহখানেক ধরে শহরের উন্নয়নমূলক কাজ অনেকটা থমকে আছে। বৃষ্টির কারণে তৈরি করা নালা-নর্দমা থেকে নতুন রাস্তা সারাইয়ের বেশ জল জমে গেছে। রাস্তাগুলো কাদায় একাকার হয়ে গেছে। বেশিরভাগ ঠিকাদার অধিক বৃষ্টির কারণে রাস্তা নির্মাণ কাজ আপাতত বন্ধ করে দিয়েছেন। এখনও পর্যন্ত রাস্তা নির্মাণের অর্ধেকের অল্প কিছু বেশি কাজ হয়েছে। এ অবস্থায় স্থানীয়রা গাড়ি নিয়ে রাস্তাটি ধরে যেতে পারছেন না। ফলে রোগী ও বয়স্ক ব্যক্তিদের চলাফেরায় চরম ভোগান্তি হচ্ছে। এখন বৃষ্টিপাত শুরু হওয়ায় নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীর।
advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণেই যাবতীয় উন্নয়নমূলক কাজ বেশ কয়েকটা দিন পিছিয়ে গেছে। বৃষ্টি কমে রোদ দেখা দিলে তখন আবার রাস্তার কাজ শুরু হবে। আকাশ পরিষ্কার হয়ে গেলে পুজোর আগেই রাস্তা সারাইয়ের কাজ শেষ করবার আশ্বাস মিলেছে পুরসভা তরফে।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: টানা বৃষ্টিতে থমকে উন্নয়নের কাজ, পুজোর আগে রাস্তা ঠিক হবে তো?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement