Jalpaiguri News: সিকিমে বিপর্যয়, বাজারে গিয়ে 'দামের' ছেঁকা খেতে হতে পারে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
সিকিমের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের সবজি বাজারে, দুর্গাপুজোর আগেই দাম বাড়ার আশঙ্কা
জলপাইগুড়ি: সিকিমের বাঁধ বিপর্যয়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিধ্বস্ত। আর তার ধাক্কায় তিস্তার পাড়ের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় পুজোর মুখে কাঁচা আনাজের দাম অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা জানিয়েছেন, তাঁদের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে বাজারে সবজির জোগান অনেকটাই কমে যাবে। আর সেই সূত্র ধরেই চড়চড়িয়ে বাড়তে পারে দাম।
জেলা কৃষি দফতরে আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে কৃষি দফতরের মুখ্য সচিব ওঙ্কার সিং মিনা জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে। এদিন ক্ষয়ক্ষতি প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরেন জেলা কৃষি দফতরের আধিকারিক বৃন্দাবনচন্দ্র রায়। তিনি বলেন, জেলার মধ্যে তিস্তা তীরবর্তী ময়নাগুড়ি, মালবাজার, সদর ও রাজগঞ্জ ব্লকের কিছু অংশে চাষের ক্ষতি হয়েছে। মূল ক্ষতি সবজি চাষেই হয়েছে। এক্ষেত্রে যে কৃষকরা বাংলা শস্য বিমা করেছেন তাঁরা নিয়মমাফিক ক্ষতিপূরণ পাবেন। এদিকে বিমান না থাকলেও কৃষি দফতর সংশ্লিষ্ট কৃষকদের পাশে দাঁড়াবে বলে তিনি জানান।
advertisement
advertisement
রবি শস্য চাষের ঠিক আগে জলপাইগুড়ি জেলার কৃষি বলয়ে যেভাবে উত্তর সিকিমের বাঁধভাঙা জল নেমে এসে সবকিছু ভাসিয়ে দিয়েছে তাতে দুর্গাপুজোর সময় সবজি কিনতে গিয়ে আমজনতার হাতে ছেঁকা লাগতে পারে বলে ব্যবসায়ীদের ধারণা। বিষয়টি নিয়ে চিন্তায় আছেন সাধারণ ক্রেতারাও।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 8:57 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সিকিমে বিপর্যয়, বাজারে গিয়ে 'দামের' ছেঁকা খেতে হতে পারে
