Ram Navami: জোড়া ডাব বা সুপুরি দিয়েই হয় পুজো! রামনবমীতে এই মন্দিরের কাহিনি অবাক করবে!

Last Updated:

Ram Navami: দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ রামনবমী মেলা অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়।

+
রামনবমীর

রামনবমীর মেলা

দক্ষিণ দিনাজপুর: পূর্ণতোয়া আত্রেয়ী নদীতে স্নান করে ডাব কিম্বা সুপুরি প্রভু রা কে সমর্পনের রীতি দীর্ঘ বছর ধরেই চলে আসছে। আত্রেয়ী নদীর গা ঘেঁষে অবস্থিত রঘুনাথের মন্দির। রাম, সীতা, লক্ষণ আর পবন পুত্রের মূর্তির মন্দির এটি। রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ রামনবমী মেলা অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়। আনুমানিক ১৫০ বছর আগে এই মেলার শুভ সূচনা হয় বাংলাদেশে।
বালুরঘাটের রঘুনাথপুরে প্রায় ৭৫ বছর ধরে চলে আসছে এই মেলায় দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। শতাব্দী প্রাচীন এই মন্দিরে নিত্য দিনের পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি রামনবমীর দিন খুব নিষ্ঠার সঙ্গে বাৎসরিক পুজোও হয়। মূলত এই মেলা রঘুনাথের মেলা হিসেবেই পরিচিত জেলা জুড়ে।
advertisement
advertisement
এবিষয়ে মেলা কমিটির সদস্য জানান, “রঘুনাথের নামে কেউ কোন মানত করলে তাঁর মনোস্কামনা পূর্ণ হয়। এই পুজোয় খাজা বাতাসা বা সন্দেশ ভোগ ছাড়াও ডাব দিয়ে পুজো দেওয়ার একটা চল রয়েছে। তবে, এই পুজোয় রীতি রয়েছে এই পুজো ও মেলার প্রধান ভোগই হল জোড়া ডাব। অনেকে আবার সুপারি ও মটর ডালও মানত করেন। তাই মানত পূর্ণ হলেই ভক্তবৃন্দরা জোড়া ডাব বা সুপারি, মটর ডাল নিয়ে রামের চরণে অর্পণ করেন।” রামনবমীর দিন ভোর হতে না হতেই দুরদুরান্ত থেকে ভক্তরা রঘুনাথ জিউয়ের পুজো দিতে রঘুনাথ মন্দিরে ভিড় জমান। রঘুনাথের পুজোয় মন্দির প্রাঙ্গণে বসে মেলা। মেলার প্রথম দিনেই প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। ভিড় সামাল দিতে একরকম হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Ram Navami: জোড়া ডাব বা সুপুরি দিয়েই হয় পুজো! রামনবমীতে এই মন্দিরের কাহিনি অবাক করবে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement